Scores

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে রোহিত, সেরা তিনে অশ্বিন

ভারত-ইংল্যান্ড আহমেদাবাদ তৃতীয় টেস্ট শেষে আইসিসি হালনাগাদ করেছে খেলোয়াড়দের টেস্ট র‍্যাংকিং। র‍্যাংকিং চোখে পড়ার মত উত্থান ঘটেছে রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের। 

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে রোহিত, সেরা তিনে অশ্বিন

ডানহাতি ব্যাটসম্যান রোহিত ৬ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮ নম্বরে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। রোহিতের রেটিং ৭৪২। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ৭২২ রেটিং পেয়েছিলেন।

Also Read - বিসিবির কাছে আর একটি সুযোগ চান 'অনুতপ্ত' শাহাদাত


এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চার ধাপ এগিয়ে বোলারদের মধ্যে এখন তিনি তৃতীয়, যেখানে রেটিং পয়েন্ট ৮২৩। গোলাপি বলে ১১ উইকেট নেওয়া অক্ষর পেটেল ৩৮ নম্বরে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে ২৮ নম্বরে জ্যাক লিচ।

অলরাউন্ডার র‍্যাংকিং শীর্ষেই আছেন জেসন হোল্ডার। সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে।

একনজরে আইসিসি টেস্ট র‍্যাংকিং

  • ব্যাটসম্যান
অবস্থাননামরেটিং
১মকেন উইলিয়ামসন৯১৯
২য়স্টিভ স্মিথ৮৯১
৩য়মার্নাস লাবুশেন৮৭৮
৪র্থজো রুট৮৫৩
৫মবিরাট কোহলি৮৩৬
৬ষ্ঠবাবর আজম৭৬০
৭মহেনরি নিকোলস৭৪৭
৮মরোহিত শর্মা৭৪২
৯মডেভিড ওয়ার্নার৭২৪
১০মচেতেশ্বর পূজারা৭০৮

 

  • বোলার 
অবস্থাননামরেটিং
১মপ্যাট কামিন্স৯০৮
২য়নেইল ওয়াগনার৮২৫
৩য়রবিচন্দ্রন অশ্বিন৮২৩
৪র্থজশ হ্যাজলউড৮১৬
৫মটিম সাউদি৮১১
৬ষ্ঠজেমস অ্যান্ডারসন৮০৯
৭মস্টুয়ার্ট ব্রড৮০০
৮মকাগিসো রাবাদা৭৫৩
৯মজাসপ্রিত বুমরাহ৭৪৬
১০মমিচেল স্টার্ক৭৪৪

 

  • অলরাউন্ডার 
অবস্থাননামরেটিং
১মজেসন হোল্ডার৪০৭
২য়রবীন্দ্র জাদেজা৩৯৪
৩য়বেন স্টোকস৩৮৪
৪র্থসাকিব আল হাসান৩৫২
৫মরবিচন্দ্রন অশ্বিন৩৪৬
৬ষ্ঠকাইল জেমিসন২৯৩
৭মমিচেল স্টার্ক২৭৫
৮মকলিন ডি গ্র্যান্ডহোম২৫৮
৯মপ্যাট কামিন্স২৪৯
১০মক্রিস ওকস২৪৩

Related Articles

কোহলিকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে বাবর

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ‘১০’-এ নেমে গেল বাংলাদেশ

নাঈমের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং, সৌম্যর উন্নতি‍

এক ধাপ পিছিয়েও শীর্ষ পাঁচে মিরাজ

ওয়ানডে র‍্যাংকিংয়ে তামিম-মিঠুনের উন্নতি