Scores

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মাসুদ, ওকস-বাটলারের উন্নতি

ম্যানচেস্টার টেস্টের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন পাকিস্তানের ওপেনার শান মাসুদ। রোমাঞ্চকর এ টেস্টে ইংল্যান্ডকে জেতানোর দুই নায়ক  জস বাটলার এবং ক্রিস ওকস। বোলারদের মাঝে এগিয়েছেন দুই পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ এবং শাদাব খান।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মাসুদ, ওকস-বাটলারের উন্নতি

প্রথম ইনিংসে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের ওপেনার  শান মাসুদ।  এই ইনিংসের সুবাদে ১৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন মাসুদ। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ৩২ নম্বরে ছিলেন মাসুদ যা তার ক্যারিয়ারের সেরা ছিল। বর্তমানে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে  ছয় নম্বরে আছেন বাবর আজম। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন বাবর।

Also Read - শ্রীলঙ্কায় আইসোলেশনে থাকতে হবে না বাংলাদেশ দলকে


ম্যাচসেরা হওয়া ক্রিস ওকস এগিয়েছেন ১৮ ধাপ। এখন তিনি  ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৭৮ নম্বরে ও বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে অবস্থান করছেন।  দ্বিতীয় ইনিংসে জস বাটলারের সাথে তার ১৩৯ রানের জুটিই ইংল্যান্ডকে জয়ের পথ দেখায়।  জুটিতে তার সঙ্গী হিসেবে থাকা জস বাটলার ৪৪ তম অবস্থান থেকে উন্নতি করে ৩০ তম অবস্থানে এসেছেন।  উন্নতি হয়েছে ইংলিশ ব্যাটসম্যান ওয়েলি পোপের। বর্তমানে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং ৩৬ নম্বরে আছেন পোপ।

বোলারদে র‍্যাঙ্কিংয়ে আট উইকেট নেওয়া ইয়াসির শাহ দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন ২২ নম্বরে। আরেক স্পিনার শাদাব আছেন ক্যারিয়ার সেরা ৬৯ নম্বর অবস্থানে।

ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রড তিন নম্বর অবস্থানটা ধরে রেখেছেন। দুই থাকা নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনারের সাথে পার্থক্য  সাত পয়েন্টে নামিয়ে এনেছেন ব্রড। এছাড়া দুই ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন জোফরা আর্চার।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

Related Articles

যেসব অভিযোগে নিষিদ্ধ হলেন স্ট্রিক

‘ফ্লাইট ভীতি’তে টি-২০ সিরিজ খেলা হচ্ছে না জাহিদের

এবার সেরার পুরস্কার উঠল ভুবনেশ্বরের হাতে

বাংলাদেশে সফররত ৫ প্রোটিয়া নারী করোনা আক্রান্ত

সামাজিক যোগাযোগমাধ্যম বর্জনের হুমকি ইংলিশদের