Scores

ক্রাইস্টচার্চের সেই মসজিদেই বাংলাদেশি ক্রিকেটারদের নামাজ আদায়

সিনিয়র ক্রিকেটাররা এখানেই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন। চলতি বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল সামনে থেকে প্রত্যক্ষ করেছিল নরককে, এই আল নূর মসজিদের সামনেই। প্রায় সাত মাস পর সেখানেই নামাজ আদায় করলেন দেশের জুনিয়র ক্রিকেটাররা।

সেই ক্রাইস্টচার্চেই নামাজ পড়লেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা।

 

Also Read - সিনিয়রদের নিয়েও পারল না বাংলাদেশ


তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ তখনো বাকি। ১৬ মার্চ থেকে টেস্ট শুরু হওয়ার কথা ছিল। ম্যাচের আগের দিন প্রস্তুতিতে ব্যস্ত ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্ট পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিচ্ছিলেন জুমার নামাজ আদায়ের প্রস্তুতি।

সেই লক্ষ্যে যাচ্ছিলেন ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে। মসজিদের ফটকে পৌঁছাতেই এক পথচারী ভেতরে প্রবেশ করতে মানা করেন। একটু পরই ক্রিকেটাররা টের পান, ভেতরে অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করছে। বিপদ বুঝতে পেরে দ্রুতগতিতে সবাই আশ্রয় নেন টিম বাসে।

সেই হামলা পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল। এখনো এর দুঃস্মৃতি ভোলা সম্ভব হয়নি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করেও বিষয়টি আসছিল আলোচনায়। তবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা সেই মসজিদেই জুমার নামাজ আদায় করে তুলে ধরলেন শান্তিপ্রিয় নিউজিল্যান্ডকে।

শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশের যুবারা আল নূর মসজিদে জুমার নামাজ আদায় করেন। নিউজিল্যান্ড এমনভাবে সবকিছু গুছিয়ে নিয়েছে, বোঝারই উপায় নেই যে এখানেই কয়েক মাস আগে পৃথিবীর ইতিহাসের নেক্কারজনক এক সন্ত্রাসী হামলা হয়েছে। নামাজ আদায়ের পর বাংলাদেশি ক্রিকেটাররাও ছিলেন হাসিমুখে। তাদের হাসিমাখা ছবিই বলে দিচ্ছে, নিউজিল্যান্ডে এবার নিরাপদেই আছে বাংলাদেশের ছেলেরা!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

করোনার কারণে স্থগিত যুবাদের সিরিজ

অনূর্ধ্ব-১৯ দলের আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

ভারতে আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা

পেসে গুরুত্ব দেওয়ার আগে উপযুক্ত উইকেট চান তালহা

আকবরদের মত ম্যাচ খেলার অভিজ্ঞতা চায় অনূর্ধ্ব-১৯ দল