ক্রাইস্টচার্চে সেনা প্রহরায় পাকিস্তানি ক্রিকেটাররা
২০১৯ সালে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে ঘৃণ্য হামলা চালিয়েছিল এক সন্ত্রাসী। সেই ক্রাইস্টচার্চে এখন পাকিস্তান জাতীয় দল। যেখানে তারা আছে সেনা প্রহরায়। অবশ্য এই কড়াকড়ি খেলোয়াড়দের যথাযথ কোয়ারেন্টিন পালনের জন্য।
ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে করোনা মোকাবেলায় যে দেশগুলো অনেকটাই সফল, নিউজিল্যান্ড তাদেরই একটি। বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনের ক্ষেত্রে তাই দেশটির সরকারের কড়াকড়িও একটু বেশি। উপমহাদেশের অন্যান্য দেশের মত পাকিস্তানে করোনা পরিস্থিতি নাজুক। নিউজিল্যান্ডে পা রেখে পাকিস্তানিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হচ্ছে।
পাকিস্তানি ক্রিকেটাররা সেই কোয়ারেন্টিন পালন করছেন ক্রাইস্টচার্চে। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই, যে সিরিজ শুরু হবে অকল্যান্ডে। পাকিস্তানিরা অবশ্য অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে গেছেন কোয়ারেন্টিনের জন্য। ক্রিকেটাররা যেন সঠিকভাবে কোয়ারেন্টিন পালন করেন, এজন্য সেনা প্রহরা নিয়োজিত করা হয়েছে।
Also Read - '২২ বার' করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ গাঙ্গুলি!ক্রাইস্টচার্চে আসার আগেই নিউজিল্যান্ডের এক স্বাস্থ্য কর্মকর্তা সফরকারী দলের প্রত্যেক সদস্যকে কোয়ারেন্টিনের বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেন এবং নিয়মিত মাস্ক ব্যবহারের উপর জোর দেন। ক্রাইস্টচার্চে গিয়েই অনুশীলনে নামতে পারেনি বাবর আজমের দল। তিন দিন তাদের থাকতে হবে পুরোপুরি আইসোলেশনে। এ সময় তারা হোটেলের করিডোরে ব্যায়াম করার সুযোগ পাবেন।
তিন দিনের আইসোলেশন শেষে অবশ্য ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে পারবেন। তবে পুরো দলকে নির্দিষ্ট গ্রুপে অনুশীলন করতে হবে, নির্দিষ্ট জায়গায়। অনুশীলনের জন্য পাকিস্তান দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
একনজরে সিরিজের সূচি
১ম টি-টোয়েন্টি, ১৮ ডিসেম্বর, অকল্যান্ড
২য় টি-টোয়েন্টি, ২০ ডিসেম্বর, হ্যামিল্টন
৩য় টি-টোয়েন্টি, ২২ ডিসেম্বর, নেপিয়ার
১ম টেস্ট, ২৬-৩০ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই
২য় টেস্ট, ৩-৭ জানুয়ারি, ক্রাইস্টচার্চ
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।