Scores

ক্রাইস্টচার্চ টেস্টে অনিশ্চিত তামিম

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তামিম ইকবালের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ দলের বাঁহাতি এই ওপেনার ছোটখাটো চোটের শিকার, যে চোট তার খেলা নিয়ে তৈরি করেছে সংশয়।

ক্রাইস্টচার্চ টেস্টে অনিশ্চিত তামিম

ক্রাইস্টচার্চ টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ মার্চ) দলের সাথে অনুশীলন করছিলেন তামিম। সেই অনুশীলনের সময়ই কুঁচকিতে ব্যথা পান তিনি।

Also Read - এবার নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি


তামিমের এই চোট কতটা গুরুতর সেটি জানা না গেলেও বৃহস্পতিবার আর অনুশীলনে নামা হয়নি তার। তবে তামিমের চোট তৃতীয় ও শেষ ম্যাচ থেকে তাকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট বলেই গুঞ্জন উঠেছে।

নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই বাংলাদেশ দলের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে চোট। এই চোটের কারণে নিউজিল্যান্ড সফরেই যাওয়া হয়নি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। দারুণ ফর্ম দিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদকেও বরণ করে নিতে হয়েছে একই পরিণতি। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম চোটের কারণে টেস্ট সিরিজে এখনও মাঠেই নামতে পারেননি। তবে ক্রাইস্টচার্চ টেস্টে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

তামিমের এই চোট বাংলাদেশের জন্য হয়ে উঠতে দুশ্চিন্তার বড় এক কারণ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতার বিপরীতে তামিমের ব্যাট ছিল চওড়া। ঐ টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তামিম। দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ রানে সাজঘরে ফিরলেও প্রথম ইনিংসে তার ব্যাট থেকে ফের আসে ৭৪ রান।

প্রসঙ্গত, দুই ম্যাচেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যাওয়ায় শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচ হারলে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও ধবলধোলাই হবে সফরকারী বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচেই পরাজয় বরণ না করে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ দল। তামিম না থাকলে ক্রাইস্টচার্চ টেস্টেও সেই চ্যালেঞ্জ নেওয়া কঠিন হয়ে যাবে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের অধিনায়ক তামিম

আক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মিরে

বাংলাদেশের বিপক্ষেও উপেক্ষিত চান্দিমাল

‘আমরা কী খেলার সরঞ্জাম পুড়িয়ে চাকরির জন্য আবেদন করব?’

“এভাবে বিদায় নিতে চাইনি”