Scores

ক্রিকইনফোকে গম্ভীরের ধমক, ভক্তদের লড়াইয়ে উত্তাল টুইটার

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে সকল ধরনের ক্রিকেট আপাতত বন্ধ। আইসিসিও তাদের বিভিন্ন বাছাইপর্বের খেলা আগামী জুন মাস পর্যন্ত বন্ধ রেখেছে। লম্বা সময় ক্রিকেট ভক্তদের জন্য থাকছেনা কোনো ক্রিকেট। এই বিশাল ক্রিকেট বিরতিতে ক্রিকেটাররা করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়ে ও কোয়ারেন্টাইনে থেকে নিজেদের সময় কাটাচ্ছেন। এছাড়া টুইটারেও অনেককে বেশ সরব দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে টুইটারে নিজের এক টুইটের মাঝে পুরো টুইটারকে উত্তাল করে দেন ভারতের সাবেক ওপেনার ও বর্তমান বিজেপির এমপি গৌতম গম্ভীর।

ক্রিকইনফোকে গম্ভীরের ধমক, করোনার মাঝেও ভক্তদের লড়াইয়ে উত্তাল টুইটার
ছবি : বিশ্বকাপ ফাইনালে গম্ভীর, আইসিসি

২ এপ্রিল ভারতের ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ৯ বছর পূর্ণ হয়। সেই দিনকে স্মরন করে সকালে ক্রিকইনফো টুইট করে ধোনির শেষ ৬ মারার ছবিটি দিয়ে। ক্রিকইনফোর টুইটে ক্যাপশন ছিলো ” এই সেই ৬ যা পুরো ভারতবাসীকে আনন্দে ভাসিয়ে দেয় “। তবে ধোনির এই প্রশংসা সহ্য করতে পারেননি ভারতের সাবেক ওপেনার ও সেই ম্যাচে ৯৭ রান করা গৌতম গম্ভীর। ক্রিকইনফোর সেই টুইট দেখে চট জলদি তাদের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেন গৌতম।

Also Read - ‘৬ কেজি’ ওজন কমিয়েছেন তাসকিন


গৌতম বলেন, ” আপনাদের আবারো মনে করিয়ে দিতে চাচ্ছি এই জয় সকলের ছিলো। এই জয় পুরো ভারতের, ভারতীয় দলের ও ভারতের দলের স্টাফদেরও। একটি ছক্কাকে এভাবে মহান বানানোর অপচেষ্টা বন্ধ করুন। ”

গৌতমের এই টুইট ভালোভাবে নেয়নি অনেক ভারত ভক্ত। তারা পাল্টা টুইটে গৌতমের এই ধরনের টুইটের সমালোচনা করেন। অনেকেই তাকে ধোনির প্রতি এমন হিংসা দেখানো বন্ধ করতে বলেন। অনেকে তাকে আবার সমর্থনও করেন। তাকে সমর্থন করে কেউ কেউ লিখেন কীভাবে এত বছর ধরে ফাইনালের সেই ইনিংসের জন্য শুধু ধোনির কথাই মানুষ মনে রাখে, গম্ভীরের ৯৭ রানের কথা সকলেই ভুলে যায়।

করোনা ভাইরাসের এই প্রকোপের মাঝেও ভারতীয় ভক্তরা এখন টুইটারে ধোনি, গৌতম দুই পক্ষে বিভক্ত হয়ে টুইটারে ঝড় তুলছেন। এখন দেখার অপেক্ষা এই ভার্চুয়াল লড়াই কোন পর্যন্ত গড়ায়।

দেখে নিন টুইটারের কিছু আলোচিত টুইট এই বিষয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ইংল্যান্ড কোচের

ইংলিশদের দেশে নেওয়ার কায়দা করছে পাকিস্তান

“বাবর যদি কোহলি হতেন, তাহলে সবাই তাকে নিয়ে কথা বলত”

বৃষ্টিভেজা ম্যানচেস্টারে আলো ছড়ালেন বাবর

ইংল্যান্ড পেল ২০ পয়েন্ট, আয়ারল্যান্ড ১০