ক্রিকেটকে বিদায় বললেন গম্ভীর
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারত ক্রিকেট দলের ওপেনার গৌতম গম্ভীর। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানান তিনি। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে শেষ ম্যাচে মাঠে নামবেন এই ওপেনার।
ক্রিকেট খেলছেন প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে। এই দীর্ঘ সফরে রয়েছে অনেক উত্থন-পতন। ভারতের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছেন অনেক বছর। শুধু জাতীয় দলই নয় কাউন্টি, আইপিএল, ভারতের ঘরোয়া লীগেও ব্যাট হাতে দাপিয়ে বেড়িয়েছেন এই বাঁহাতি ওপেনার। অবশেষে দীর্ঘ এই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনছেন গম্ভীর। ঘোষণা দিয়েছেন সব ধরণের ক্রিকেট থেকে।
মঙ্গলবার ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানান তিনি। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা জিততে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন এই ওপেনার। শুধু ওয়ানডে বিশ্বকাপেই নয়, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেছিলেন গম্ভীর। অবসরের ব্যাপারে তিনি বলেন,
Also Read - অস্ট্রেলিয়া টেস্ট দলে ৬ বছর বয়সী শিলার!“সব কঠিন সিদ্ধান্ত গুলো বড় হৃদয়ের মানুষগুলোই নেয়। আমি সিদ্ধান্ত নিয়েছি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দীর্ঘ ১৫ বছর আমার দেশকে প্রতিনিধিত্ব করার পর এই সুন্দর খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক স্ট্রাগল, সাফল্য রয়েছে।”
সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না গম্ভীরের। ভারতের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার টেস্টে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন এই ওপেনার। এছাড়াও গত বছর আইপিএলেও ভালো সময় কাটেনি তার। গত আসরের প্রথম ৬ ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই ওপেনার। আসন্ন আসরের জন্য রিটেইন ক্রিকেটারের তালিকায়ও রাখেনি দিল্লি।
এই অবসরের ফলে আগামী আইপিএলে দেখা যাবে না এই বাঁহাতি ওপেনারকে। আগামী ৬ ডিসেম্বর রঞ্জি ট্রফিতে আন্দ্রার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলবেন গম্ভীর।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া টেস্ট দলে ৬ বছর বয়সী শিলার!