ক্রিকেটভক্তদের আবারও দুঃসংবাদ দিল ভারত
এক দিন পার হওয়ার আগেই ক্রিকেট সমর্থকদের আবারো দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারত। করোনাভাইরাস মহামারির কারণে শ্রীলঙ্কা সফর স্থগিত করার পর জিম্বাবুয়ে সফরও স্থগিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
ভারতে করোনাভাইরাসের প্রকোপ ক্রমশ বাড়ছেই। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের মাঠে ফেরা দুরূহ হয়ে উঠেছে। করোনা সংক্রমণ করতেই হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে।
Also Read - আম্পায়ারকে বোকা বানিয়ে উইকেট আদায় করেছিলেন বিজয়
আর এ কারণে শ্রীলঙ্কা সফরের পর জিম্বাবুয়ে সফর স্থগিত করেছে বিসিসিআই। সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে এই সিরিজ আয়োজনের জন্য নতুন সূচি করা হবে।
আগস্টে জিম্বাবুয়ে সফরে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ কথা ছিল বিরাট কোহলির দলের।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এক বিবৃতিতে জানান, ‘বিসিসিআই ঘোষণা করেছে, করোনাভাইরাসে সৃষ্ট বর্তমান পরিস্থিতির কারণে ভারত ক্রিকেট দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে নির্ধারিত সূচি মেনে যাবে না। ২২ জুন থেকে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি এবং ২২ আগস্ট থেকে জিম্বাবুয়ে সিরিজ ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।’
জিম্বাবুয়ে অবশ্য জুলাই থেকে ক্রিকেটে ফেরার চেষ্টা করছে। সেই লক্ষ্যে চলতি মাসেই অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। তার আগে সব খেলোয়াড়, কোচ ও স্টাফের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হবে। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এরই মধ্যে নির্বাচক প্যানেল ৩৩ সদস্যের প্রাথমিক দলের তালিকা করেছেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।