Scores

ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেওয়ার ভাবনা বিসিবির

করোনা ভাইরাসকে রুখে দাঁড়াতে ঘুম হারাম চিকিৎসক-গবেষক-বিজ্ঞানীদের। একটি কার্যকরী প্রতিষেধক, টিকা বা ভ্যাকসিন খুঁজে পেতে দিনরাত চলছে নিরলস পরিশ্রম। খুব শীঘ্রই কাঙ্ক্ষিত ভ্যাকসিন পাওয়ার আশা করছে বিশ্ব। আর সেক্ষেত্রে ক্রিকেটারদের ভ্যাকসিন দিয়ে করোনার ঝুঁকিমুক্ত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেওয়ার ভাবনা বিসিবিরকরোনার কারণে দেশের ক্রিকেট বন্ধ ছিল দীর্ঘ সময়। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। এখন চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুটি টুর্নামেন্টের জন্যই কঠোর নিয়মনীতি মেনে বায়ো সেফটি বাবল তৈরি করতে হয়েছে বিসিবিকে। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। তখনো স্বাগতিক ও সফরকারী দল থাকবে বায়ো সেফটি বাবলে।

Also Read - এক বছরে ‘দুইটি টুর্নামেন্ট’ আয়োজনের ভাবনা সিসিডিএমের

তবে এভাবে খেলাধুলা চালিয়ে যাওয়া করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে দ্বিধাহীনভাবে অনেক কঠিন ও ব্যয়সাপেক্ষ। বায়ো বাবলের বাইরের সময়ে ক্রিকেটারদের করোনা আক্রান্তের ঝুঁকি থাকে এবং অনেক ক্রিকেটার আক্রান্তও হচ্ছেন। তাদের ঝুঁকি দূর করতে কার্যকরী প্রথম ভ্যাকসিনই ক্রিকেটারদের উপর প্রয়োগ করতে চায় বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন এই তথ্য। যদিও তিনি ভ্যাকসিনের প্রসঙ্গ তুলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের প্রেক্ষিতে। প্রিমিয়ার লিগের স্থগিত আসর মাঠে গড়ানোর আগে ভ্যাকসিন পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়।। তবে দেশে ভ্যাকসিন এলে ক্রিকেটাররা অগ্রাধিকার পাবেন, এটুকু বলা যাচ্ছে নিশ্চিতভাবেই।

ইনাম আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি। যেহেতু আমরা দেখছি বিশ্বব্যাপীই এটা বলা হচ্ছে, বাংলাদেশের সরকারও বলছে- একটি ভ্যাকসিন অতি দ্রুত আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেস্টা করব সকল প্লেয়ারকে ভ্যাকসিন দিয়ে এবং তার সাথে যারা জড়িত আছে সবাইকে ভ্যাকসিন দিয়ে খেলা পরিচালনা করতে পারি কিনা।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

নিউজিল্যান্ড সফরে না যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাকিব

ক্যালিসকে ছুঁলেন সাকিব, সামনে শচীন ও কোহলি

ম্যাচসেরা হয়েও মুশফিকের আক্ষেপ; দৃষ্টি রাখছেন টেস্টে