Scores

ক্রিকেটারদের চেষ্টা ও নিবেদনের কমতি দেখছেন না সুজন

মাঠের পারফরম্যান্সে সাফল্য নেই। অন্যদিকে প্রস্তুতিতেও কোনো ঘাটতি নেই। সাম্প্রতিক ব্যর্থতায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিবেদন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে খেলোয়াড়দের কোনো ঘাটতি বা ভুল দেখছেন না খালেদ মাহমুদ সুজন।

সুজনের মতে, পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। ফাইল ছবি : এএফপি

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক সুজন জাতীয় দলের শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম লিডার হিসেবে। মুমিনুল-মুশফিকদের সার্বিক দিক দেখভাল করবেন, সেই সাথে দলের সাথে বোর্ডের সমন্বয়ের দিকটিও সামলাবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ কিংবা নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হলেও সুজনের দাবি, ভালো করার জন্য ক্রিকেটারদের চেষ্টা ও নিবেদনের কোনো কমতি নেই।

Also Read - শ্রীলঙ্কায় দেশের চেয়েও নিরাপদে থাকবেন বাংলাদেশি ক্রিকেটাররা!


শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘খেলোয়াড়রা এখন অনেক ফিট। দায়িত্ব অনেক বেশি, চেষ্টাও করে অনেক। কিন্তু মাঠে গিয়ে পারফরম্যান্স কেন হচ্ছে না সেটা বড় ব্যাপার।’

তার চোখে অবশ্য খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো ত্রুটি ধরা পড়ছে না। সুজনের মতে, দলীয় পারফরম্যান্সের সমন্বয় ঘটাতে পারলেই আসবে জয়ের মত কাঙ্ক্ষিত সাফল্য। তিনি বলেন, ‘প্রসেস খারাপ বলবো না। সবই ঠিক আছে। তারা কঠোর পরিশ্রম করে। দল হিসেবে আমাদের খেলতে হবে। ব্যক্তিগত পারফরম্যান্সে অনেক দেখেছি। এখন দল হিসেবে খেলার সময়।’ 

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা না থাকলে দলও যেন নিস্প্রভ হয়ে পড়ে। কয়দিন আগেই সুজন বলেছিলেন, ভালো করার দায়িত্ব শুধু সিনিয়রদেরই নয়। দেশ ছাড়ার আগেও তার কণ্ঠে একই কথা। এবারও জানালেন, দলে সমানভাবে অবদান রাখতে হবে সব ক্রিকেটারকেই। তরুণদের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছেন মেহেদী হাসান মিরাজের কথা।

সুজন বলেন, ‘আমি তরুণ বলি না। আমার কাছে সবাই সমান। যদিও তামিম-মুশফিক-মুমিনুলের অভিজ্ঞতা বেশি। কিন্তু দায়িত্ব সবার সমান। জাতীয় দলের জার্সি পরে যখন আমি খেলব তখন সবার দায়িত্ব সমান। সবার সেটা মনে রাখতে হবে। মিরাজ উদাহরণ হতে পারে। তরুণ বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতিয়েছে।’

Related Articles

ডমিঙ্গোকে ‘বলির পাঁঠা’ না বানানোর আহ্বান সুজনের

জুনিয়র ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন সুজন

তাসকিনের নিবেদন দেখে মুগ্ধ সুজন

এক বছর ড্র করতে পারলে টেস্ট ম্যাচ জেতা শিখব : সুজন

কোয়ারেন্টিনের ভালো দিকও দেখছেন সুজন