Scores

ক্রিকেটারদের প্রেরণা দেবে লঙ্কা জয়, বিশ্বাস মিঠুনের

শ্রীলঙ্কা মাটিতে জাতীয় দলের কপালে জুটেছিল ৩-০ ব্যবধানের পরাজয়। অথচ সেই ওয়ানডে ফরম্যাটেই অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া শ্রীলঙ্কা ‘এ’ দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দেশে ফিরে টাইগারদের নেতৃত্ব দেওয়া মোহাম্মদ মিঠুন বলছেন, ক্রিকেটের খারাপ সময় কাটাতে সহায়তা করবে শ্রীলঙ্কাতে পাওয়া এই সাফল্য।

ক্রিকেটারদের প্রেরণা দেবে লঙ্কা জয়, বিশ্বাস মিঠুনের

মিঠুন বলেন, সময়টা ভালো যাচ্ছিল না। তাই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। শ্রীলঙ্কা সফরের সাফল্য ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সিরিজটা নিয়ে আমরা ভীষণ সিরিয়াস ছিলাম। সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।’

Also Read - 'একেকজনের বডি স্ট্রাকচার একেকরকম'


দেশের ক্রিকেটের জয়খরা কাটাতে এই সিরিজ জিততে মরিয়া ছিলেন ক্রিকেটাররা, জানালেন মিঠুন- ‘আমাদের মধ্যে যে জিনিসটি কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সময়টা সব মিলিয়ে এখন ভালো যাচ্ছে না। আমাদের সবার একটা ব্যাপার ছিলে যে কিছু একটা করি, যেনো ক্রিকেটের মোমেন্টামটা আবার ফিরে আসে।’

শ্রীলঙ্কার জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দলকে সিরিজ হারানোর পর তাই স্বভাবতই খুশি মিঠুন। তিনি বলেন,

‘হোক না এটা ‘এ’ দল, জাতীয় দলের পরেই তো এটা। শ্রীলঙ্কার সঙ্গে যদি ওদের মাটিতে জিততে পারি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। সবাই সবার দিক থেকে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সবার প্রতিশ্রুতির কারণেই ফলাফলটা পাওয়া গেছে। শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ভালো ছিল। তাদের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’

রমেশ পাওয়ার যেভাবে মিরাজের ‘আইডল’ হলেন

সেদিন পুরো কলকাতা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন দেয়!

বিশ্বকাপের প্রাইজ মানি পেতে যাচ্ছেন টাইগাররা

বাংলাদেশ ও ভারত সিরিজ দিয়ে ক্রিকেট ফেরাতে প্রস্তুত শ্রীলঙ্কা