ক্রিকেটারদের মাঝে যেখানে সবচেয়ে বড় পরিবর্তন দেখেন তামিম
বর্তমানের তরুণ ক্রিকেটারদের মাঝে অনেক পরিবর্তন দেখেন তামিম ইকবাল।

ক্রিকেটারদের মাঝে যেখানে সবচেয়ে বড় পরিবর্তন দেখেন তামিম
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-20T00:13:49+06:00
আপডেট হয়েছে - 2024-08-20T00:13:49+06:00
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পাক্কা দুই যুগ অর্থাৎ ২৪ বছর পার করে ফেলেছে বাংলাদেশ। এই সময়টায় কতখানি এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট? অর্জনের ঝুলিতেই বা কী কী আছে? [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তামিম ইকবাল।
লম্বা সময়ের পথচলায় অনেক কিছুই অর্জন করেছে দেশের
ক্রিকেট। হাঁটি হাঁটি পা পা থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে একটি জায়গায় পৌঁছাতে
পেরেছে বাংলাদেশ। যুগের চাহিদা মেনে দেশের ক্রিকেটের নানা বাস্তবতায় পরিবর্তনও
এসেছে অনেকখানি।
দেশের ক্রিকেট, নিজের ক্রিকেট ক্যারিয়ার, বিপিএলসহ দেশের ক্রিকেটের আরও নানা ব্যাপারে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাগাজিন দ্যা ক্রিকেট মান্থলির সাথে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তামিম বলেন, ‘আসলে ৭-৮ বছর আগেও হয়ত মনে হত যে আপনার একজন হেডমাস্টার দরকার (নজর রাখার জন্য)। কারও হয়ত তাকে বলতে হবে, “তুমি এটা করো, তোমার সেটা করার দরকার।” এখানে আসলে তরুণ ক্রিকেটারদের কৃতিত্ব দিতে হবে। সাথে কিছু সিনিয়র ক্রিকেটারদেরও, এই পরিবর্তন আনার জন্য। আমার মনে হয় না এখন আমাদের এভাবে বলতে হয়। আপনি দেখবেন এখন অনেকে নিজের উদ্যোগে জিম রানিং করছে। তারা নিজে থেকেই ব্যাটিং নিয়ে কাজ করছে। এটাই আসলে সবচেয়ে বড় পরিবর্তন বলে আমার মনে হয়।’
এছাড়া বয়সের সাথে নিজের চিন্তাধারায় আসা পার্থক্যের ব্যাপারেও কথা বলেছেন তামিম, ‘আসলে আপনাকে ভালোভাবে নিজেকে জানতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি এখন একজন ৩৫ বছর বয়সীর সাথে কথা বলছেন। এখানে অনেক তফাত থাকবে একজন ২৫ বছর বয়সী ক্রিকেটারের সাথে। হয়ত ২৫ বছর বয়সী বলবে যে সে অনেক অনেক কিছু করতে চায়। ৩৫ বছর বয়সী হয়ত বলবে হ্যাঁ, কঠোর পরিশ্রম করো। কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে তোমার সাথে কোনটি যাচ্ছে।’
তামিম আরও বলেন, ‘বিষয়টি আসলে ব্যক্তিত্বের উপর নির্ভর করে। একসময় আমি লম্বা সময় ব্যাটিং করতাম। পরে এমন সময় আসলো যে ৩০-৪০ মিনিটের ব্যাটিংয়ের ফলেও আমি খুশি থাকতাম।’
২০২৩ সালের মাঝামাঝি হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম। পরে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফিরলেও খেলতে পেরেছেন কেবল নিউজিল্যান্ড সিরিজের ১ ম্যাচ। নানা ঘটনার জেরে খেলা হয়নি ওয়ানডে বিশ্বকাপ। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।