Scores

“ক্রিকেটাররা লাজুক, মেয়েদের সাথে শুটিং করতে চায় না”

২০১৮ সালে ‘খেলাধুলার বাংলাদেশ’ শিরোনামে খেলাধুলা নিয়ে একটি গান বানিয়েছিলেন সঙ্গীতশিল্পী বুশরা শাহরিয়ার। তার সেই গান বেশ প্রশংসা কুড়িয়ে নেয়। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন তিন ক্রিকেটার। সম্প্রতি বিডিক্রিকটাইম এর লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বুশরা সেই মিউজিক ভিডিও তৈরির গল্প শুনিয়েছেন।

মুশফিক ভাই মেয়েদের সাথে শুটিং করে না

বুশরার সেই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। বুশরার ‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছিলেন মাশরাফি। তবে বাকি দুই ক্রিকেটার বুশরার মিউজিক ভিডিওতে কাজ করতে বেশ লাজুক ছিলেন।

Also Read - আসলেই আমরা এক ভণ্ড জাতি : রুবেল


বুশরা বলেন, ‘ক্রিকেটাররা খুবই লাজুক। মুশফিক ভাই মেয়েদের সাথে শুটিং করে না। আমার সাথে উনার একটা শট ছিল, উনি শট দিবে না। আমি বললাম- হায় হায়! আমি এখন কই যাই! পরে মুশফিক ভাই আলাদা একটা শট দেয়।’

মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে হ্যাপা পোহাতে হয়েছে মুশফিকের মতই নম্রতার জন্য সুখ্যাতি পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজকে। বুশরা জানান, ‘মুস্তাফিজ ভাইও খুব লাজুক। উনি বললেন, আপনি যা খুশি করেন কিন্তু আমি কথা বলব না। ইশারা ইঙ্গিতে কিছু করতে হলে করবো, কথা বলব না।’

বুশরা বলেন,বাংলাদেশ নিয়েই আমার গানের ক্যারিয়ার শুরু। বাংলাদেশ নিয়ে একটা সিরিজ করেছিলাম। প্রথম কাজ ছিল ভালোবাসার বাংলাদেশ। দ্বিতীয়টি উৎসবের বাংলাদেশ। তৃতীয়টি খেলাধুলার বাংলাদেশ। উৎসবের বাংলাদেশে মাশরাফি ভাই আমার সাথে ছিল। সেখানে উৎসব বলতে আমরা ক্রিকেটকেও বুঝিয়েছিলাম। সেই মিউজিক ভিডিওতে ক্রিকেটের একটা অংশ ছিল।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফারুক ভাই নির্বাচক থাকায় আমার এক পয়সাও লাভ হয়নি : নাফীস

আমি ৩০ বছর আগেই টি-টোয়েন্টি খেলে ফেলেছি : রফিক

ইউনিসেফের শুভেচ্ছাদূত হচ্ছেন মুশফিক

এইচপি দলের নতুন কোচ র‍্যাডফোর্ড

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার