Scores

ক্রিকেটের বিশ্বায়নে আইসিসির যুগান্তকারী পদক্ষেপ

আইসিসির বিরুদ্ধে ভক্তদের অভিযোগ রয়েছে আইসিসি ক্রিকেটের বিশ্বায়নে কোন ব্যবস্থা নিচ্ছে না, ছোট দলগুলোর খেলায় কোন গুরুত্ব দিতে পারছেনা। তবে প্রথাগত নিয়ম থেকে বের হয়ে গিয়ে এবার একটি ব্যতিক্রম উদ্যোগই নিলো আইসিসি।

 

ক্রিকেটের বিশ্বায়নে আইসিসির যুগান্তকারী পদক্ষেপ

Also Read - অধিনায়কদের মিলনমেলায় মাশরাফির কণ্ঠে আত্মবিশ্বাস


 

আইসিসির সহযোগী দেশগুলোর ইভেন্ট আগে কখনো আইসিসি খুব একটা সম্প্রচার করতো না। এমনকি গত বছর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হওয়া আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বেরও আইসিসি হাতেগোনা কয়েকটি খেলা দেখিয়েছে। এর বাইরে হোম টিম জিম্বাবুয়ের কোন খেলা আইসিসি কাউকে সম্প্রচার বা স্ট্রিম করার অনুমতিও দেয়নি। তবে এই ধরনের অবস্থা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে আইসিসি।

গত মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়া আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ২ এর খেলাগুলো সরাসরি আইসিসি সম্প্রচারের সিদ্ধান্তের পর এইবার তার তুলনায় কম গুরুত্বের আসর বিশ্ব টি টোয়েন্টি ২০২০ সালের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের খেলাগুলো সরাস‌রি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে গারনিসি থেকে।

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে এই বছরের শেষের দিকে আরব আমিরাতে। সেখানে জায়গা পাবে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি দল।

তার জন্য লড়াই করবে ৬টি দল আগামী মাসের ১৫ থেকে ২০ জুন। দলগুলো হলো স্বাগতিক গারনিসি, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, জার্সি ও ইতালি। সবগুলো খেলা আইসিসির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সরাসরি দেখানো হবে।

আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর ইউরোপিয়ান বাছাইপর্বে ৩ দল স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও জার্মানি লড়বে এর পরই স্পেনের লা মাঙ্গাতে। পুুুরুষদের পাশাপাশি নারীদের খেলাও সরাসরি দেখানো হবে।

২০১৯ সাল থেকে আইসিসির সদস্য সকল দেশকে টি টোয়েন্টি মর্যাদা দিয়ে দেওয়ায় এই সকল ম্যাচের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পরবে আইসিসির বর্ধিত টি টোয়েন্টি র‍্যাংকিং তালিকায় যেহেতু ম্যাচ গুলো হবে আন্তর্জাতিক ম্যাচ। আইসিসির বিশ্বাস সকল ধরনের খেলা সম্প্রচার করলে দর্শকদের এই দলগুলোর ব্যাপারে আগ্রহ বাড়বে ও দলগুলোর স্থানীয় সমর্থনও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এই ধরনের আসর গুলোর খেলা আরো সম্প্রচা‌রে রয়েছে আইসিসির।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পুরানকে নিষিদ্ধ করল আইসিসি!

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেললো আইসিসি

পাপনের সাথে নাগপুরে থাকবেন মনোহরও

চার ইনিংসের ওয়ানডে চান শচীন

দুদক অফিসে সাকিব আল হাসান