Scores

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া ক্রিকেট দুনিয়ায় প্রাণ ফিরতে শুরু করে করেছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সাথে সাথে অন্যরাও মাঠে ফেরার চিন্তা-ভাবনা করছে। অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ক্রিকেটের ভালোর জন্যই অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফর ও অজি ক্রিকেটাররা আইপিএলে অংশ নেবে।

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

আগামী সেপ্টেম্বর মাসে সীমিত ওভারের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরে যাওয়ার কথা আছে। অজি কোচ ল্যাঙ্গার বলেন, বিশ্ব ক্রিকেটের ভালোর কথা চিন্তা করেই তাদেরকে ইংল্যান্ড সফরে যেতে হবে। ল্যাঙ্গার দ্য ডেইলি টেলিগ্রাফক দেয়া এক সাক্ষাৎকারে বলেন,

Also Read - তামিমকে তাঁদেরও স্যালুট


‘আমি মনে করি, আমাদের ইংল্যান্ড সফরে যেতে হবে। হ্যা, আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। কিন্তু তার সমাধানও আমাদেরকে খুঁজে বের করতে হবে। যা করা সম্ভব তাই আমাদেরকে চেষ্টা করে দেখতে হবে। আমি এটাই মনে করি। আমি বিশ্ব ক্রিকেটের স্বার্থেই এভাবে ভাবছি। যদি অসম্ভব হয় তখন আমরা করতে পারব না। কিন্তু বলতে তো পারব যে আমরা সবকিছু চেষ্টা করে দেখেছি।’

চলতি বছরের আইপিএল আয়োজন করতে নাছোড়বান্দা ভারত। এশিয়া কাপ স্থগিতের ঘোষণা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণাও খুব দ্রুতই আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এরইমধ্যে আইপিএল আয়োজনের পরিকল্পনা শুরু করে দিচ্ছে ভারত।

আইপিএলে খেলে থাকেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। এবারের আইপিএলের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ডেভিস ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকারাও নিয়মিত আইপিএল খেলেন। শিষ্যদের এই বছরের আইপিএল খেলার ব্যাপারেও ইতিবাচক ল্যাঙ্গার।

তিনি বলেন, ‘আমার মনে ওদের খেলতে হবে। আসলে আমাদের খোলামেলাভাবে আলোচনা করতে হবে। আসলে আমরা সবসময় ক্রিকেটের ও আমাদের জয়ের দিক খুঁজি। এখন দেখতে হবে শিডিউলের (আইপিএল) সাথে আমাদের মিলছে কিনা।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাংলাদেশ ও ক্যারিবীয় সফরে সতীর্থদের অনীহায় বিস্মিত ফিঞ্চ

আন্তর্জাতিক ক্রিকেট যখন ছাদযুক্ত মাঠে

আশরাফুলের ব্যাটে কার্ডিফ রূপকথার ১৬ বছর

বিপিএলের চোটে শঙ্কায় স্মিথের বিশ্বকাপ স্বপ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে অনিশ্চয়তা