Scores

ক্রিকেটে আসছে অত্যাধুনিক প্রযুক্তির ‘স্মার্ট বল’

স্মার্ট ব্যাট আগেই এসেছে ক্রিকেটে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সেটা পরীক্ষামূলকভাবে ব্যাবহার করেও দেখেছেন। এবার মাইক্রোচিপ সম্বলিত স্মার্ট বল আনতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান কুকাবুরা।

Also Read - এমসিসির সভাকেও ‘না’ বলছেন গাঙ্গুলি


প্রযুক্তির ছোঁয়ায় নিয়ত নিত্য-নতুন আবিষ্কার দেখছে বিশ্ব। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটও প্রযুক্তির ওপর নির্ভরশীল। খেলা সম্প্রচার থেকে শুরু করে রান গণনা, আউটের সঠিক সিদ্ধান্ত নেয়ার সবকিছুই করা হয় প্রযুক্তির সাহায্যে। এবার প্রযুক্তির ব্যবহারে আরও একধাপ এগিয়ে যাচ্ছে ক্রিকেট।

ক্রিকেট বলটিতে লাগান হচ্ছে প্রযুক্তির ছোঁয়া। বলের ভেতরে লাগান হচ্ছে মাইক্রোচিপ। যার সাহায্যে বলের গতির তাৎক্ষণিক পরিসংখ্যান দেখা যাবে। বল ছাড়ার সাথে সাথেই হাতে ব্যবহৃত স্মার্ট ঘড়িতে দেখা যাবে বলের গতি। এছাড়া কয়েক ধাপে দেখা যাবে- বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি।

ডিসিশন রিভিউ সিস্টেমেও (ডিআরএস) স্মার্ট বল যেন স্মার্ট বলের নিখুঁত ভূমিকা রাখতে পারে সেটা নিয়েও কাজ করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি কট বিহাইন্ড কিংবা এলবিডব্লিউর ক্ষেত্রে বল ব্যাটে লেগেছিল কিনা সেই সিদ্ধন্ত দিতে পারবে স্মার্ট বল। মাঠে সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও নিখুঁত সিদ্ধান্ত নিতে প্রস্তুত করা হচ্ছে স্মার্ট বলকে।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলো দিয়ে এই স্মার্ট বল ব্যবহারের প্রাথমিক পরীক্ষা চালান হবে বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশের মাধ্যমেই এই বল ব্যবহার চালুর ক্ষেত্রে আত্মবিশ্বাসী কুকাবুরা। ফ্র্যাঞ্চাইজি লিগে এ বলের ব্যবহার সফল হলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও এটিকে বিবেচনা করা হবে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার

অবসর নিয়ে ভাবছেন ওয়ার্নার