Scores

ক্রিকেটে আসছে বদলি খেলোয়াড়ের নতুন নিয়ম

ক্রিকেটে আসছে নতুন নিয়ম। মাথায় বলের আঘাত পেলে তার বদলি ক্রিকেটার হিসেবে নামানো যাবে অন্য খেলোয়াড়। তবে এখনো সবুজ সংকেত দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। চলমান আইসিসির বার্ষিক সম্মেলনে এ নিয়ে আলোচনা হবে।

ক্রিকেটে ইনজুরি পেয়ে মাঠ ছাড়ার নিয়মটি পুরনো। এ নিয়মে কোন ক্রিকেটার চোট পেলে তার বদলি হিসেবে কেবল ফিল্ডিং করতে পারবেন। প্রায় প্রত্যেক ম্যাচেই বদলি ফিল্ডার নামানোর নিয়ম রয়েছে। তবে এবার নতুন নিয়ম আসতে যাচ্ছে ক্রিকেটে।

এবার শুধু বদলি ফিল্ডারই নয়, কোন ক্রিকেটার মাথায় আঘাত পেলে নামানো যাবে স্কোয়াডে থাকা বদলি ক্রিকেটারই।

Also Read - আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা


লন্ডনে বর্তমানে চলছে আইসিসির বার্ষিক সম্মেলন। এ বার্ষিক সম্মেলনে এ ব্যাপারে আলোচনা হবে। আইসিসির সবুজ সংকেত পেলেই আসন্ন অ্যাশেজ থেকে এ নিয়ম থাকবে। তবে এই নিয়ে আইসিসিও বেশ সিরিয়াস। জানা যায় ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে সাহায্যও নিয়েছে আইসিসি।

২০১৪ সালে মাথায় বলে আঘাত পেয়ে মৃত্যু ঘটেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপের। তারপর থেকে ক্রিকেটে বদলি খেলোয়াড় নামানোর ইস্যুটি বেশ ভালোভাবেই নিয়েছে। তাই তো ২০১৬-১৭ তে নিজেদের ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু করা হয়। যদিও এটির জন্য আইসিসি থেকে অনুমতি নিতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার

ফুটবলারদের ‘ক্রিকেটের’ গল্প শুনিয়ে অনুপ্রাণিত করছেন জেমি ডে

ওয়েডের ‘মাথার খুলি উড়িয়ে দিতে চেয়েছিল’ আর্চার!

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ

সমতায় শেষ হলো অ্যাশেজ, ট্রফি গেল অস্ট্রেলিয়ায়