Scores

ক্রিকেটে নতুন আইন চালুর আর্জি অশ্বিনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ‘বিতর্কিত’ মানকাডিং আউট করে সমালোচিত হন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই দায় এখনো চোকাতে হয় তাকে। নিয়মিতই সমর্থকদের কটূক্তি হজম করতে হয়। সেই প্রেক্ষিতে এবার আইসিসির কাছে আর্জি জানিয়েছেন অশ্বিন। ক্রিকেট মাঠে নতুন একটি আইন চালুর দাবি তার।

ক্রিকেটীয় নিয়ম মেনেই আইপিএলে জস বাটলারকে আউট করেছিলেন। তবুও কাঠগড়ায় উঠতে হয়েছে এই অফ স্পিনারকে। সেই ঘটনায় সমালোচিত হলেও নিজেকে স্বচ্ছ মানেন অশ্বিন। তিনি মনে করেন, এই পদ্ধতিতে রান নেওয়াটা অনৈতিক।

Also Read - অবশেষে করোনা মুক্তি দিলো রউফকে


বোলার বল ডেলিভারির আগে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন, সেক্ষেত্রে রান নেওয়ার নিয়ম বাতিল করা হোক। এমনই আইন চাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি আসিসির নতুন এক নিয়মের পরেই এই দাবি তুলেছেন ভারতীয় স্পিনার।

যেখানে আইসিসি জানিয়েছে বিশ্বকাপ সুপার লিগ থেকে বোলাররা নো–বল করছেন কীনা, সে ব্যাপারে নজর রাখবেন খোদ টিভি আম্পায়ার। অর্থাৎ ভুলত্রুটি শোধরাতে সরাসরি প্রযুক্তির সাহায্য নিতে চলেছে আইসিসি। এর পরেই নতুন আরেকটি আইনের জন্য আর্জি জানিয়েছেন অশ্বিন। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা পোস্টে অশ্বিন লিখেছেন, ‘ক্রিজ ছেড়ে যখন একজন নন স্ট্রাইকার ব্যাটসম্যান দুই ফুট এগিয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সে রান নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা লাভ করে। তাই এই ধরনের প্রবণতা বন্ধ হওয়া দরকার।’

‘বল করার সময় বোলারের পা ক্রিজ ছেড়ে বের হলে নো বল ডাকা হয়। তেমনি নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়, তার ক্ষেত্রেও একই নিয়ম চালু করা উচিত। প্রযুক্তির মাধ্যমেই একই সঙ্গে দুটি বিষয়ের উপর লক্ষ্য রাখা যাবে।’– আরও বলেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

জয়ের ম্যাচেও শাস্তি পেল ইংলিশরা

আইসিসির বড় চেয়ারটা ‘বিগ থ্রি’ মুক্ত চান মানি

আইসিসির চেয়ারম্যান পদে ‘বিগ থ্রি’র কাউকে ভোট দেবে না পাকিস্তান

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস