ক্রিকেট এক বলের খেলা, খেলেই জিততে হবে : আরিফুল
২৯ বলে তার রান ছিল ২৪। শেষ ওভারে দলের প্রয়োজন ২২ রান। জেমকন খুলনা হেরে গেলে আরিফুল হককে যে কি পরিমাণ দুয়ো শুনতে হত তা সহজেই অনুমেয়। কিন্তু শেষ ওভারের অতিমানবীয় ব্যাটিংয়ে আরিফুল শুধু খুলনারই নন, গোটা ক্রিকেট পাড়ার নায়ক।
বিগত দিনগুলোতে আরিফুলের পারফরম্যান্স হার্ড হিটিং তকমাকেই ফেলে দিয়েছিল প্রশ্নের মুখে। মেহেদী হাসান মিরাজের করা ইনিংসের শেষ ওভারের ১ম, ২য়, ৪র্থ ও ৫ম বলে চোখ ধাঁধানো চারটি শটে পাওয়া চার ছক্কায় আরিফুল আবারো জানান দিয়েছেন নিজের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য। ম্যাচ শেষে জানালেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে গিয়েই দলের জয় এনে দিতে সক্ষম হয়েছেন।
Also Read - নিজের ব্যাটিংয়ে খুশি পারভেজ, কুড়ালেন তামিমের প্রশংসাওআরিফুল বলেন, ‘যতটুকু দরকার ছিল, সাধ্য অনুযায়ী ততটুকুই চেষ্টা করেছি। সফল হয়েছি, এই আরকি। আলহামদুলিল্লাহ্।’
ড্রাফট শেষে খুলনার স্কোয়াড দেখে সবাই দলটিকে রেখেছিলেন শক্তিশালীর কাতারে। সেদিক থেকে খোদ বরিশালের অধিনায়ক তামিম ইকবালই নিজেদের কম শক্তিশালী হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই বরিশালের বিপক্ষেই যদি এত কষ্টে জয় আদায় করে নিতে হয় খুলনাকে!
অবশ্য আরিফুলের দাবি, ক্রিকেট এমনই অনিশ্চয়তার খেলা। আসলেই তো, ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তারই খেলা, তা আবারো প্রমাণ করেছেন আরিফুল!
‘অনেকদিন পর আসলে মাঠে নামা। এরকম হতেই পারে। ক্রিকেট এক বলের খেলা। হাতে-কলমে হয়ত আমরা ভালো দল, কিন্তু আমাদের প্রত্যেক ম্যাচে খেলেই জিততে হবে। আগে থেকেই নিজেদের ভালো দল জেনে ক্রিকেট খেলা হয় না। আজ এরকম পরিস্থিতি আসবে, কোনো দিন দেখা যাবে সহজেই জিতে গেছি।’– বলেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।