Scores

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা পুরস্কার জিতলেন হোল্ডার

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা পুরস্কারে সবচেয়ে বেশি বাজিমাত করেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। বর্ষসেরা পুরস্কার সহ জিতেছেন একাধিক পুরস্কার। টানা দ্বিতীয়বারের মত বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান শেই হোপ।

সোমবার অ্যান্টিগায় ৭ম পুরস্কার বিতরণীর আয়োজন করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। সেখানে পুরস্কার তুলে দেওয়া হয় ২০১৮-১৯ মৌসুমের সেরা ক্রিকেটারদের। এ বছর বর্ষসেরা পুরস্কার জিতেছেন হোল্ডার। শুরু বর্ষসেরাই নয় বর্ষসেরা টেস্ট প্লেয়ারের পুরস্কারও জিতেছেন দলটির অধিনায়ক। এ বছরে টেস্ট অলরাউন্ডারের শীর্ষ স্থানে উঠেছিলেন জেসন হোল্ডার।

Also Read - বাংলাদেশের সমস্যা ফিটনেসেই, বলছেন ভাস


যা কিনা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে ৪৫ বছর পর ঘটেছে। এর আগে গ্যারি সোবার্স এ শীর্ষস্থান দখল করেছিলেন। এছাড়াও ২০০১ সালে কোর্টনি ওয়ালশের পর বোলিং র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৭৭৮ রেটিং অর্জন করেছিলেন হোল্ডার। চলতি বছরেই ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হোল্ডার। সেই সাথে টেস্টে ৫৬৫ রানের পাশাপাশি নিয়েছেন ৪০ উইকেটও।

এইদিকে পুরুষদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছে শেই হোপ। ১৫ ইনিংসে ৬৩.০৮ গড়ে ৭৫৭ করেছিলেন হোপ। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক। যার কারণে এ পুরস্কার জিতেছেন হোপ। এছাড়াও সেরা উদীয়মানের পুরস্কার জিতেছেন পেস বোলার ওশান থমাস। পুরুষদের মধ্যে সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন কিমো পল।

নারীদের মধ্যে বাজিমাত করেছেন দেয়ান্দ্রা ডটিন। একাধারে তিনটি পুরস্কার জিতেছেন এ ক্রিকেটার। নারীদের বর্ষসেরা ক্রিকেটার, ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার ও টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ডটিন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ

সাড়ে ‘৫’ বছর পর টি-টোয়েন্টি দলে ওকস

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

লুঙ্গি-নরকিয়ার তোপে ‘১০০’ রানও করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, নেতৃত্বে ধাওয়ান