Scores

ক্রিকেট মাঠে দুদক

দুর্নীতি দমনে সচেতনতার প্রসারে মাঠে প্রচারণা চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের টসের আগে মাঠে দুর্নীতি বিরোধী প্রচারণা চালানো হয়।

ক্রিকেট মাঠে দুদক
স্মারক ক্রেস্ট নিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার টসের আগে বাংলাদেশ উইন্ডিজ দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে স্মারক ক্রেস্ট তূলে দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহবুব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ইকবাল মাহবুব, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, প্রধান নির্বাচক মিনহাজুল ইসলাম আবেদীন নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

Also Read - কর্পোরেট টি-২০তে জিতলো লিটল এঞ্জেল ও ঢাকা টাইগার্স


ক্রিকেট মাঠে দুদক
ফটোসেশনে অংশ নেয় দুই দলের ক্রিকেটাররা।

প্রচারণার অংশ হিসেবে দুই দলের ক্রিকেটাররা মিলে ফটোসেশনেও অংশ নেন। “আসুন উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হই”- এ ব্যানারের পেছনে দাঁড়িয়ে ছবি তূলে বাংলাদেশের ক্রিকেটাররা।

আগামী নয় ডিসেম্বর পালিত হবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে সরকারিভাবে এ দিবস পালিত হয়ে আসছে। আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যেই দুদকের এ প্রচারণা।


আরো পড়ুনঃ  দায়িত্ব হারালেন ভারত নারী দলের বিতর্কিত কোচ পাওয়ার

বরাবরই কোচের কাছ থেকে নিগ্রহের শিকার হয়েছিলেন জানিয়ে মিতালী বলেন, ‘আমি যখনই নেটে ব্যাট করতাম, তিনি অন্যদিকে চলে যেতেন। আমি যদি তার সঙ্গে কথা বলতে চাইতাম, ফোনের দিকে তাকিয়ে থাকতেন। ওই ভাবেই কথা বলতেন। আমাকে যে অপমান করা হচ্ছে, সেটা সবার কাছেই তখন স্পষ্ট হয়ে উঠত।’

যদিও অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করেছিলেন পাওয়ারও। মিতালী তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন জানিয়ে পাওয়ার জানিয়েছিলেন, ‘আশা করি মিতালী রাজ ব্ল্যাকমেল করা, কোচদের চাপে ফেলা ও ব্যক্তিগত মাইলফলক অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করবে। মিতালি মোটেও দলের আদর্শ সদস্য নন…


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ভারতে তাদের মোকাবেলায় ক্রিকইনফোর সেরা একাদশে মুশফিক

ইমরানের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়লেন শেওয়াগ!

শচীনের ২০০ টেস্টের রেকর্ড ভাঙবে না : শেবাগ

শ্রীশান্তের বাড়িতে আগুন

‘অলআউট’ দলের কেউ নিতে পারেননি ১ রানও!