Scores

ক্রিকেট সমর্থকদের আইয়ুব বাচ্চুকে স্মরণ

বাংলা সংগীত জগতের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুকে অভিনব পন্থায় স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেট সমর্থকরা।

ক্রিকেট সমর্থকদের আইয়ুব বাচ্চুকে স্মরণ
ছবি: বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন 

দেশের ক্রিকেটের নিখাদ ভক্তদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন (বিসিএসএ) রবিবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিনব পন্থায় প্রয়াত আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন। একটি ব্যানারে আইয়ুব বাচ্চুর ছবি ও তার বিখ্যাত গানের লিরিক লিখে সমর্থকরা এদিন হাজির হয়েছিলেন স্টেডিয়ামের গ্যালারীতে।

আইয়ুব বাচ্চুর বিখ্যাত গানের লাইন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ লিখে সাজানো ব্যানার এদিন ক্রিকেট অঙ্গনে বেশ আলোচিত হয়। নিজেদের ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে গুণী এই শিল্পীকে স্মরণ করা প্রসঙ্গে সমর্থকদের সংগঠনটির সহ সভাপতি তানভীর আহমেদ বলেন, উনি কিংবদন্তি গায়কওনাকে সম্মান ও স্মরণ করতেই এই ব্যানার নিয়ে মাঠে এসেছি আজ (রবিবার)আজ (রবিবার) মাঠেও বাজছে সব আইয়ুব বাচ্চুর গানউনি আমাদের দেশের গর্ব ছিলেন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে নিজের বাসায় প্রখ্যাত এলআরবি ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সর্বস্তরে নেমে আসে শোকের ছায়া।

Also Read - টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত হেরাথের


প্রখ্যাত এই সংগীত শিল্পীর মৃত্যুতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবার্তা জানায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ক্রিকেটাররাও জানাতে থাকেন শোক। আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ পাওয়ার পর সেটি বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছিল সবার। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে স্থান পায় শোকবার্তা।

প্রসঙ্গত, আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি’র লিড গিটারিস্ট এবং মেইন ভোকাল হিসেবে কাজ করতেন তিনি। ১৯৭৮ সালে ব্যান্ড মিউজিকের মাধ্যমেই সংগীত জগতে তার আবির্ভাব ঘটে।

আরও পড়ুন: স্পট ফিক্সিংয়ের প্রশ্নে ১৫ ম্যাচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকার্ত ক্রিকেটাররা

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে বিসিবি’র শোক