Scores

‘ক্লান্তি’র প্রভাব ফর্মে নেই, মনে করেন সৌম্য

বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার মনে করেন, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে টানা ক্রিকেটের ধকল বাংলাদেশ দলের পারফরম্যান্স খারাপ হওয়ার কোনো কারণ নয়। সোমবার (২৯ জুলাই) কলম্বোয় সাংবাদিকদের সাথে আলাপকালে হারের বৃত্তে বন্দী দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

'ক্লান্তি'র প্রভাব ফর্মে নেই, মনে করেন সৌম্য
সাংবাদিকদের সাথে আলাপকালে সৌম্য সরকার। ছবি: বিডিক্রিকটাইম

সৌম্য জানান, দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খোয়ান বাংলাদেশ এখন শেষ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায়। সেজন্য নিজেদের সেরাটাই দিতে চায় টাইগাররা।

তবে দৃষ্টিকটু ব্যর্থতায় দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছেই। টানা ক্রিকেটের কারণে খেলোয়াড়রা ক্লান্তি বোধ করছেন- এমনটিও মনে করছেন অনেকে। অবশ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলা নিয়ে খেলোয়াড়দের ক্লান্তি নেই বলে মনে করেন সৌম্য।

সৌম্য বলেন, ‘পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়াব এটা নিয়েই সবাই ভাবছি। আমাদের কাজ তো খেলা, খেলে যাচ্ছি। আমার মনে হয় না আমাদের কারো মধ্যে ক্লান্তি আছে। সবার অনুশীলন বা প্রস্তুতি দেখে এমন মনে হয়নি। বিশ্বকাপে ভালো করার ক্ষুধা সবার ছিল। হয়ত সবাই ঠিকমত পারফর্ম করতে পারিনি।’

Also Read - যে কারণে কিপিং করেননি মুশফিক


বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের কাছে হার, এরপর শ্রীলঙ্কার কাছে এবার টানা দুটি পরাজয়। তবে চার পরাজয়ের হাহাকারের কিছু দেখছেন না সৌম্য। তিনি জানান, ‘গত চার ম্যাচ হারায় আমাদের সবকিছু বদলে যাবে এমন কিছু তো না। আমরা ওদের চেয়ে ভালো দল। শেষ ম্যাচে এটা প্রমাণ করার সুযোগ। শুরুতে সবাই সিরিজ জয়ের ব্যাপারেই প্রস্তুত ছিলাম। কেন এরকম হচ্ছে এটা নিয়ে সবাই চিন্তিত। কী করলে আরও ভালো করা যাবে এটা নিয়ে সবাই কথা বলছি।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

শেষ ওভারে শ্রীলঙ্কার ‘১’ উইকেটের রোমাঞ্চকর জয়

অনাহূত অতিথির খপ্পরে ওয়েলিংটন টেস্ট

ভারতের কঠোরতায় সুর নরম করল আইসিসি

৭ লাখ টাকায় স্মিথের বাড়িতে থাকার সুযোগ!

নাঈমের প্রাপ্তি চার, আরভিনের সেঞ্চুরি