Scores

ক্ষুদে ভক্তের প্রতি রামদিনের মহানুভবতা

উদার মনোভাব প্রদর্শন করে প্রায়শই খবরের শিরোনাম হন ক্রিকেট তারকারা। তবে দীনেশ রামদিন অন্যদের চেয়ে একটু আলাদা। কারণ নিছক ভালো লাগা থেকে তিনি যার মুখে হাসি ফুটিয়েছেন, সে যে চার বছরের শিশু!

ক্ষুদে ভক্তের প্রতি রামদিনের মহানুভবতা

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যুতে যাচ্ছিলেন টিম বাসে করে। পথে দেখতে পান, ছোট্ট এক শিশু অভিভাবকের সাথে দাঁড়িয়ে টিম বাসে থাকা খেলোয়াড়দের উদ্দেশে হাত নাড়ছে। দৃশ্যটি রামদিনের মন ছুঁয়ে গেল। চালককে বলে বাস থামিয়ে নেমে এলেন।

Also Read - সিমন্সের ঝড়ে উড়ে গেল ভারতবাস থেকে নেমে রামদিন ছুটে আসেন মেয়ে শিশুটির কাছে। তাকে উপহার দেন। খেলোয়াড়দের কাছে প্রতি ম্যাচেরই অল্পকিছু টিকিট থাকে। ক্ষুদে ক্রিকেট ভক্তের হাতে তুলে দিয়েছেন টিকিটও। রামদিনের এমন কাণ্ড দেখে মুগ্ধ অন্যান্য ভক্তরা তাকে চারদিক থেকে ঘিরে দাঁড়ান।

রামদিন অবশ্য রবিবারের ম্যাচের একাদশে ছিলেন না। সিরিজ উদ্বোধনী টি-টোয়েন্টিতে খেললেও এই ম্যাচে ছিলেন ডাগআউটে। তবে তার দল পেয়েছে জয়। ৮ উইকেটের দারুণ সেই জয়ের দিনে রামদিন প্রশংসা কুড়িয়েছেন ক্ষুদে ভক্তের প্রতি ভালোবাসা দেখিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ক্রিকেট দুনিয়া ব্যস্ত ক্যারিবীয় ক্রিকেটার দীনেশ রামদিনের বন্দনায়।


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আমার ক্যারিয়ারের বড় অনুপ্রেরণা আপনি : রিয়াদ

ধোনির অবসরে মুশফিক-ইমরুলদের প্রতিক্রিয়া

ধোনির অবসরের ঘোষণায় টুইটারে ঝড়

ধোনির পর অবসরের ঘোষণা রায়নার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির