Scores

খাবারও ভাগাভাগি করতে পারবেন না কোহলি-আনুশকারা

করনাকে সাঙ্গ করেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। ভারতে করোনার প্রকোপ বেশি থাকায় এবারের আইপিএলের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। তবে অভিজাত দেশটিতেও আছে করোনার ছোঁয়া।

খাবারও ভাগাভাগি করতে পারবেন না কোহলি-আনুশকারা

আর তাই স্বাস্থ্যবিধি মেনেই মাঠে নামতে হবে ক্রিকেটারদের। আইপিএলের গ্ল্যামার ছুঁয়ে যায় এর সাথে সংশ্লিষ্ট সবাইকেই। ক্রিকেটারদের পাশাপাশি উৎসবে মাতেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও।

Also Read - ইংলিশদের দেশে নেওয়ার কায়দা করছে পাকিস্তান


যথারীতি এবারো ক্রিকেটারদের সাথে আইপিএল উপভোগ করবেন তাদের পরিবারের সদস্যরা। বিসিসিআই সেই অনুমতি দিয়েছে। তবে থাকবে কিছু বিধিনিষেধ। বিরাট কোহলিরা পরিবারের সঙ্গ পাবেন ঠিকই, তবে সেটাও স্বাস্থ্যবিধি মেনে। দলকে সুরক্ষিত রাখতে ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সাথে খাবারও ভাগাভাগি করতে পারবেন না!

ফ্র্যাঞ্চাইজিরা বিসিসিআইয়ের কাছে নানা আবদারই করেছে। যেমন- আরব আমিরাতে পৌঁছে ৩ দিনের কোয়ারেন্টিন, ডিনারে পরিবারের সদস্যদের উপস্থিতি, স্পর্শহীন খাবার সরবরাহ। তবে খেলোয়াড়দের কথা ভেবে ফ্র্যাঞ্চাইজিদের এমন দাবিতে কিছু ফাঁকফোকরও আছে।

আইপিএল চলাকালে ক্রিকেটাররা পরিবারের সাথে থাকলেও ম্যাচের সময় আগের মত সঙ্গ পাবেন না। স্ত্রী-সন্তানদের খেলা দেখতে হবে নিজ নিজ হোটেলে বসে। সেক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকবে। এছাড়া বিসিসিআই তাই ঠিক করেছে, ক্রিকেটাররা সুরক্ষিত থেকে পরিবারের সঙ্গ উপভোগ করতে পারলেও কিছু ক্ষেত্রে বিধিনিষেধ মানতেই হবে। সেই মোতাবেক একই খাবার ভাগাভাগি করে খেতে পারবেন না তারা।

এছাড়া ম্যাচ ও অনুশীলনের সময় পরিবারের সদস্যরা খেলোয়াড়দের কাছেই ঘেঁষতে পারবেন না। আগের মত টিম বাসে চড়তে পারবেন না, এমনকি পাবেন না ড্রেসিংরুম বা স্টেডিয়ামে খেলোয়াড়ের কাছাকাছি থাকার অধিকারও।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

রোহিতের ঝড়ো ইনিংসে কলকাতাকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল মুম্বাই

ছিটকে গেলেন মার্শ, বদলি হোল্ডার

ধোনির ব্যাটিং মানতে পারছেন না ভারতীয়রা, টুইটারে নিন্দার ঝড়

ভিডিও: লুঙ্গির ১ ওভারে ৩০ রান

সাত নম্বরে ব্যাটিং করার কারণ জানালেন ধোনি