ভালো খেললে প্রশংসা, খারাপ খেললে সমালোচনা হবেই : শান্ত
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন নাজমুল হোসেন শান্ত। তিনি জানালেন, খারাপ খেললে সমালোচনা হবেই। এটা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই।

নিশাত জাহান লিরাডেস্ক রিপোর্টার
প্রকাশিত হয়েছে - 2023-03-16T14:53:22+06:00
আপডেট হয়েছে - 2023-03-16T14:53:22+06:00
অনেকদিন অফ ফর্মে থেকে দর্শকদের কম সমালোচনা সহ্য করতে হয়নি টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে যেন নিজের জাত চেনালেন তিনি। জানান দিলেন নিজের প্রতিভার। সিরিজ সেরা হওয়ার পর বিডিক্রিকটাইমকে জানালেন, খারাপ খেললে সমালোচনা হবেই। এটা নিয়ে বেশি কথা বলারও প্রয়োজন দেখেন না তিনি।
শান্ত
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে শান্তর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৭০, ৯৭ ও ১৩০। তিন ম্যাচেই তিনি খেলেছেন চল্লিশোর্ধ রানের ইনিংস। একটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি সব মিলিয়ে ১৪৪ রান করে হয়েছেন সিরিজ সেরা। বাংলাদেশও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দিয়েছে হোয়াইটওয়াশের স্বাদ।
শান্ত এখন টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে বিশ্বে ১৬তম। তাই সবার মুখে এখন শান্ত-বন্দনা। এমন প্রশংসা ভালো লাগে জানিয়ে শান্ত বললেন, ”অবশ্যই ভালো লাগে (প্রশংসা)। আমার কাছে মনে হয় আমি যখনই খারাপ খেলব সমালোচনা হবে। যখন ভালো খেলব প্রশংসা হবে। এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই।”
এবারের বাংলাদেশ প্রিমিয়াম লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন শান্ত। তখন থেকেই ফর্মে আছেন এই টপ অর্ডার ব্যাটার। ভালো খেলার পেছনে নিজের অনুশীলন ও চিন্তা ভাবনায় পরিবর্তন কাজে দিয়েছে বলেও জানান শান্ত।
তিনি বলেন, ”বিপিএলের অনেক আগে থেকেই আমার অনুশীলনের ধরন আমি পরিবর্তন করেছি। আমার চিন্তা ভাবনাতেও অনেক কিছু পরিবর্তন এসেছে। যেটা আমাকে ভালো খেলতে সাহায্য করেছে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।