Scores

‘খারাপ খেলেও চ্যাম্পিয়ন হতে চাই’

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের জন্য ইতোমধ্যে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ক্রিকেটারদের।

ত্রিদেশীয় সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর সুজন

 

Also Read - ‘সাকিবের বুদ্ধি, যোগ্যতা ও মেধা প্রচুর’


ত্রিদেশীয় সিরিজে ১৫ সদস্যের দলে কারা থাকবে সেটি এখনো নিশ্চিত না হলেও প্রাথমিক দলে থাকা বিপিএল পারফরমারদের কপাল খুলতে পারে এক প্রকার আভাস পাওয়া গিয়েছে। মূল স্কোয়াডে ডাক পেতে পারেন মোহাম্মদ মিঠুন, এনামুল বিজয়, আবু রাহী। যদিও ব্যাপারটি নিশ্চিত না হলেও এক প্রকার ইঙ্গিত দিয়েছেন নির্বাচকরা।

ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশের মাটিতে হওয়ায় আরেকটু বেশি আত্মবিশ্বাসী দলের সকল ক্রিকেটাররা। কেননা ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ দল। এই ঘরের মাঠেই ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে বধ করেছে বাংলাদেশ। তাইতো এই সিরিজে চ্যাম্পিয়ন হতে চাওয়াটা অবাক হওয়ার মতো নয়।

ঘরের মাঠে সিরিজ হওয়াতে ক্রিকেটারদের পাশাপাশি বেশ আত্মবিশ্বাসী দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ত্রিদেশীয় সিরিজে নিজেদের সামর্থ্যের সঠিক প্রমাণ দিতে পারলে চ্যাম্পিয়ন হওয়াটা বেশ কঠিন কিছু নয়। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হতে চায় বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

“ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে চাই। আমার বিশ্বাস, আমরা এর জন্য যোগ্য। ওই আসর জেতার পর্যাপ্ত সামর্থ্য আছে আমাদের দলের। তবে জায়গামত সামর্থ্যের প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে যেন ছেলেরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারে। ভাল ও যোগ্য দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি।”

তিনি আরো যোগ করেন, “আর যদি কোন কারণে সামর্থ্যের একদম সেরাটা, মানে খুব ভাল ক্রিকেট নাও খেলতে পারি- তাহলেও চাই ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে। মানে খারাপ খেলেও যদি চ্যাম্পিয়ন হওয়া যায়, তাহলে খারাপ খেলেও চ্যাম্পিয়ন হতে চাই।”

ত্রিদেশীয় সিরিজ শেষেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ। গত মার্চে লঙ্কানদের মাটিতে শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার দেশের মাটিতে হওয়ায় কিছুটা স্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ। তবে সুজনের লক্ষ্য প্রতি সেশন বাই সেশন ভালো করা এবং পজেটিভ ও এগ্রেসিভ ক্রিকেট খেলা।

আরও পড়ুনঃ ‘পাপন সাহেব অনেক চালাক’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম