Scores

খেলছেন ‘আনফিট’ তামিম, ফিল্ডিংয়ে বরিশাল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিতের লক্ষ্যে ম্যাচটিতে লড়ছে দুই দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।

টসের সময় মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
টসের সময় মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

একাদশে কোনো পরিবর্তন না এনেই আজ মাঠে নামছে উভয় দল। ৬০-৬৫ ভাগ ম্যাচ ফিটনেস ছাড়াই ঢাকার বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টসের সময় ফিটনেসের কথা নিশ্চিত করেছেন তামিম নিজেই।

ঢাকার বিপক্ষে ডাবল রাউন্ড পদ্ধতির শেষ ম্যাচে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। আউট হওয়ার কিছুক্ষণ পর তাই ফিল্ডিং না করেই ফিরে যান টিম হোটেলে। যার ফলে শঙ্কা জাগে এলিমিনিটেরে তার খেলা নিয়ে। তবে সব শঙ্কা দূর করে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই খেলছেন তামিম। রবিবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল লাভের পর সোমবার দুপুরেই মাঠে নামছেন তিনি।

Also Read - বাবার সাথে শেষ দেখা হলো না; দল ছাড়লেন শহিদুল


ঢাকা ও বরিশালের মধ্যকার আজকের ম্যাচের জয়ী দল উর্ত্তীণ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে যেখানে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে লড়বে দলটি।

উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে আজ মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। দু’দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে এলিমিনেটর ম্যাচ শেষে সন্ধ্যা ৫.৩০ মিনিটে।

বেক্সিমকো ঢাকা একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), ইয়াসির আলি, আল-আমিন জুনিয়র, আকবর আলি, মুক্তার আলি, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ: সাইফ হাসান, তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও সুমন খান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

কাতুনায়েকেতে লাল দলের তামিমময় এক সেশন

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে তামিমের ‘লাল’ দল

‘আমি আর তামিম বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি’

তামিমদের দায়িত্ব ‘একশ’ আর লিটনদের ‘দশ’, এমন বৈষম্যে আপত্তি সুজনের

তামিমের অবসরের ইঙ্গিত, মুখ খুললেন বাশার