
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাম্প্রতিক সময়ে ফিক্সিং-কাণ্ড নিয়ে কিছু বলতে নারাজ নতুন এই অধিনায়ক। তবে দেশের ক্রিকেট যে কঠিন সময় অতিক্রম করছে সেটি অস্বীকার করেননি তিনি।

সীমিত ওভারের নেতৃত্ব বুঝে পেয়েছেন বেশিদিন হয়নি। যে কোনো নতুন অধিনায়কের জন্যই দল গোছানোর দায়িত্বটা বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের ওয়ানডে আর টি-টুয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদের জন্য চ্যালেঞ্জটা অন্যদের চেয়ে একটু বেশিই। দল গোছানোর দায়িত্বের সঙ্গে যে ফিক্সিংয়ের আক্রমণও সামলাতে হচ্ছে তাকে।
২০১৯ বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে পাকিস্তান দল। সফর নিয়ে কথা বলবেন কি, দেশ ছাড়ার আগে ফিক্সিং নিয়ে প্রশ্ন শুনতে শুনতেই অবস্থা খারাপ সরফরাজের। শুরুতে প্রশ্নটা এড়িয়েও যেতে চেয়েছিলেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক।
পিএসএলের ফিক্সিং নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘আমি পিএসএলের ওই ইস্যু নিয়ে কিছু বলতে চাই না। তবে এতটুকু বলতে পারি আমরা কঠিন সময়ের মধ্যে আছি। দেশের মানুষের আস্থা ফেরাতে আমাদের আসন্ন সিরিজে ভালো করতে হবে।’
আরও দেখুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আসছেন নতুন স্পিন কোচ
শারজিল খান, খালিদ লতিফের জাতীয় দলের মতো উদীয়মান ক্রিকেটাররা এবার ফিক্সিংয়ে জড়িয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে হয়েছে সরফরাজকে। তবে তাদের নিয়ে আফসোস করলেও দুর্নীতির ব্যাপারে ছাড় দেয়ার পক্ষপাতী নন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক।
তিনি বলেন, ‘আমার খুব খারাপ লাগে। দুঃখ লাগে যখন দেখি শারজিলের মতো উজ্জ্বল ভবিষ্যতের ক্রিকেটার; যে কিনা সব ফরমেটেই তার জায়গা নিশ্চিত করে ফেলেছিল, ফিক্সিংয়ের মতো কাণ্ডে জড়ায়। তবে খেলার মধ্যে লোভ সবসময়ই খারাপ। এটা ক্রিকেটকেও কষ্ট দিচ্ছে।’
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।