Scores

খেলার মাঝেই ভক্তদের সাথে উইলিয়ামসনের জন্মদিন উদযাপন

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে বর্তমানে সে দেশে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় দুইদল। ম্যাচের মধ্যেই শ্রীলঙ্কান ভক্তরা কেক নিয়ে কেন উইলিয়ামসনের জন্মদিন উদযাপন করেন।

খেলার মাঝেই ভক্তদের সাথে উইলিয়ামসনের জন্মদিন উদযাপন

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ছিল কিউই অধিনায়ক উইলিয়ামসনের জন্মদিন। ২৯ পেরিয়ে ৩০ বছরে পা দিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই দিনে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাটিং করে স্বাগতিকরা।

Also Read - হেসনকে নিয়ে তিন বোর্ডের ‘টানাটানি’!


কয়েকজন লঙ্কান ক্রিকেট সমর্থক ও উইলিয়ামসন ভক্ত তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে মাঠে হাজির হয়। সেখানে ভক্তদের ডাকে সাড়া দিয়ে দৌঁড়ে যেয়ে কেক নিয়ে নিজের জন্মদিন উদযাপনে তাদের সাথে শামিল হন তিনি।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, স্বাগতিকদের ইনিংসের ৫৬তম ওভার শেষে কিউই অধিনায়ক দৌঁড়ে মাঠের বাইরে চলে যান। সীমানার পাশে অবস্থানরত ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের কাছে থেকে কেক নিজের মুখে তুলে নেন।

ভালো খেলার পাশাপাশি উইলিয়ামসন তার অমায়িক ব্যবহার ও দারুণ ব্যক্তিত্ব দিয়ে জয় করেছেন বিশ্বজুড়ে হাজারো ক্রিকেট ভক্তের হৃদয়। তারই এক উদাহরণ দেখা লঙ্কার মাটিতে। ভক্তরা ছাড়াও সতীর্থরাও মাঠে উইলিয়ামসনের জন্মদিন উদযাপন করেছেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ফাইনালে ‘যুগ্মবিজয়ী’ তত্ত্ব মনে ধরেনি শচীনের

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গ্যালারিতে থাকবে দর্শক

বাংলাদেশ-ভারত সিরিজ ও অ্যাশেজের মূল্যায়ন একই কেন, প্রশ্ন ব্রডের

বাদ পড়লেন হার্দিক, ফিরলেন জাদেজা

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল