
ম্যাচ চলাকালে কত কারণেই খেলা বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। কিন্তু মাঠে হেলিকপ্টারের অবতরণের কারণে ম্যাচ বন্ধ হওয়ার নজির আগে দেখা গেছে কি না তা ভাববার বিষয় বটে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই দৃশ্যের অবতারণ হল কাউন্টি ক্রিকেটে।

ব্রিস্টল ক্রিকেট মাঠে গ্লস্টারশায়ারের বিপক্ষে লড়ছিল ডারহাম। ম্যাচ চলাকালে ঠিক মাঠে এসে নামে একটি হেলিকপ্টার। ক্রিকেটাররা তাড়াহুড়া করে মাঠ ছেড়ে ডাগআউটের দিকে রওয়ানা হন।
আরও পড়ুন : শেষ ওভারে ত্যাগীর অবিশ্বাস্য বোলিং, রাজস্থানের নাটকীয় জয়
‘অনাহূত অতিথি’ হেলিকপ্টারের আগমনে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। হেলিকপ্টারটি ফের উড়ে চলে গেলে দুই দলের ক্রিকেটারদের নিয়ে ম্যাচ অফিসিয়ালরা খেলা শুরু করেন।
The Great Western Air Ambulance has left the field.
Thankfully they have been able to tend to a nearby incident and play can now continue!
Watch Live ➡ https://t.co/NacJYSMzkr#GoGlos 💛🖤 pic.twitter.com/QJ1zqxPp0J
— Gloucestershire Cricket🏏 (@Gloscricket) September 21, 2021
ডারহামের ক্রিকেটার ক্রিস রাশওর্থ এক টুইটে হেলিকপ্টারের মাঠে নামার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এই প্রথম হেলিকপ্টারের জন্য খেলা বন্ধ।’
This is a first!!!!! Helicopter stops play. pic.twitter.com/ATqRg98A2V
— Chris Rushworth (@ChrisRush22) September 21, 2021
হেলিকপ্টারটি মূলত একটি এয়ার অ্যাম্বুলেন্স ছিল। নিরুপায় হয়ে হেলিকপ্টারের পাইলট মাঠে অবতরণ করেন। গ্লস্টারশায়ার অবশ্য এক টুইট বার্তায় এই ঘটনার বিস্তারিত জানায়। গ্রেট ওয়েস্টার্ন এয়ার অ্যাম্বুল্যান্সের পক্ষ থেকে এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।