
খেলোয়াড়দের অসন্তোষ, বোর্ডের নানা বিতর্কিত কাজ- সব মিলিয়ে টালমাটাল দশা শ্রীলঙ্কার ক্রিকেটের। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে অবসর ঘোষণার হিড়িক পড়েছে। অবসরের এই মিছিল ঠেকাতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিয়েছে অদ্ভুত কিছু সিদ্ধান্ত।

খেলোয়াড়রা যখন সিদ্ধান্ত নেন- আর খেলবেন না, তখনই দেন অবসরের ঘোষণা। অথচ শ্রীলঙ্কার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা এখন চাইলেই অবসর নিতে পারবেন না। অবসরের ঘোষণা দেওয়ার অন্তত ৩ মাস আগে বোর্ডকে নোটিশ দিয়ে বিষয়টি অবহিত করতে হবে!
এখানেই শেষ নয়। ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝোঁক এই অবসর প্রবণতার বড় কারণ। তাই শ্রীলঙ্কা নিয়ম করেছে, জাতীয় দল থেকে অবসর নেওয়ার ৬ মাস পর তাদের ফ্র্যাঞ্চাইজি লিগের অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হবে। অর্থাৎ, অবসর নেওয়ার ৬ মাসের মধ্যে ভিনদেশি লিগে খেলতে পারবেন না।
সেক্ষেত্রে বিপাকে পড়বেন নির্দিষ্ট ফরম্যাটকে বিদায় বলা ক্রিকেটাররা, যারা কোনো এক বা দুই ফরম্যাটকে বিদায় বললেও বোর্ডের চুক্তির আওতায় থাকেন। চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের অবশ্য অনাপত্তিপত্রের প্রয়োজন নেই।

বিদেশি লিগ তো বটেই, শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে হলেও বিধিনিষেধ মানতে হবে ক্রিকেটারদের। জাতীয় দল থেকে অবসর নিয়ে কোনো লঙ্কান ক্রিকেটার এলপিএলে খেলতে পারবেন না, যদি না তারা ঘরোয়া ক্রিকেটের অন্তত ৮০ শতাংশ ম্যাচে অংশ না নেন।
শ্রীলঙ্কার অদ্ভুতুড়ে এমন নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।