Scores

“খেলোয়াড়েরা অনেক ভেঙে পড়েছে”

খুব কাছে যেয়েও স্বপ্নের ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না কিউইদের। অনেকেই এইজন্য ওভার থ্রো’এর অতিরিক্ত ৪ রানকেই দুষছেন। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন শুধু ওটাকেই কারণ মানছেন না। ইংল্যান্ড দলকে জয়ের কৃতিত্ব দিয়ে অভিবাদন জানানোর সাথে সাথে নিজ দলের খেলোয়াড়দেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কেন উইলিয়ামসন

ফাইনালে দল হারলেও ইনিংস গড়া ব্যাটিং ও দুর্দান্ত অধিনায়কত্বের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে উইলিয়ামসনের হাতেই। টুর্নামেন্ট সেরার পুরস্কারগ্রহণ ও রানার্সআপ দলের অধিনায়ক হিসেবে কথা বলার সময় কিউই অধিনায়ক কোনোন অজুহাত না দেখিয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করে নিয়েছেন।

Also Read - বিশ্বকাপের সেরা পাঁচ ব্যাটসম্যান


পিচের আচরণে কিছুটা অবাক উইলিয়ামসন বলেন, ‘এটা একটা অতিরিক্ত রানের ব্যাপার না। ম্যাচে ছোট ছোট অনেক ভুলই চোখে পড়েছে আমাদের। ইংল্যান্ডকে অভিনন্দন দুর্দান্ত একটা জয়ের জন্য। এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, আমরা যেমন ভেবেছিলাম পিচ সেরকম আচরণ করেনি। অনেকেই বলছিল, তিন শতাধিক রান হবে। কিন্তু আমরা পিচে তেমন কিছু দেখিনি।’

রাউন্ড রবিন লিগে ৫ জয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। নক আউট পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা দলের খেলোয়াড়দের এতদূর আসতে পারার জন্য ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক।

ম্যাচ শেষে যে কিউই ক্রিকেটাররা মানসিকবভাবে ভেঙে পড়েছে সেটাও লুকাননি দলীয় অধিনায়ক। তার ভাষায়, ‘টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়েরা যে লড়াই করে আমাদের এত দূরে এনেছে, তার জন্য আমি নিউজিল্যান্ড দলকে ধন্যবাদ জানাতে চাই। ফাইনালে টাই করেছে। কিন্তু শেষে খেলোয়াড়েরা অনেক ভেঙে পড়েছে। অবশ্যই এটা বিধ্বস্ত করে। কারণ টুর্নামেন্টজুড়েই তারা দারুণ পারফর্ম করে এসেছে।’

গত বিশ্বকাপেও (২০১৫) অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের কাছে ফাইনাল হেরেছিল নিউজিল্যান্ড। এবারও স্বাগতিক ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়ে রানার্সআপ থাকল। টানা দুইটি বিশ্বকাপে কাছে এসেও ট্রফিটা ছুঁইয়ে দেখতে না পারলে ভেঙে পড়াটা অস্বাভাবিক না।

Related Articles

বাংলাদেশকে সবাই ভয় পাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির

‘সাকিবই ছিল ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়’

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!