Scores

গঠন করা হচ্ছে আরও একটি অনূর্ধ্ব-১৯ দল!

অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা দলে সুযোগই পান ১৭-১৮ বছর বয়সে এসে। বয়সভিত্তিকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগও নেই। যদিও বর্তমান সময়ে যুবাদের ব্যস্ত রাখছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ দল গঠন করতে সবসময়ই সজাগ দৃষ্টি নির্বাচক প্যানেল ও বোর্ডের। কারণ জাতীয় দলের মূল পাইপলাইন হিসাবে কাজ করে এই দলটিই।

এবার অনূর্ধ্ব-১৯ দল নিয়ে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দ্বিতীয় দল প্রস্তুত করা হচ্ছে, যারা বর্তমান দলের মত বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেটেও অংশ নেবে; সীমাবদ্ধ থাকবে না শুধু অনুশীলনের বা ক্যাম্পের মধ্যে।

Also Read - জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পান্ডিয়া!


মঙ্গলবার (৮ অক্টোবর) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমনটিই জানান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সোহেল ইসলাম। তিনি জানান, শ্রীলঙ্কায় একটি প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আরেকটি অনূর্ধ্ব-১৯ দল প্রস্তুত হচ্ছে। আর বর্তমান দলটি নিউজিল্যান্ডে লড়ছে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

দল সংশ্লিষ্টদের এমন সিদ্ধান্তের অন্যতম কারণ কন্ডিশন ভেদে শক্ত দল গড়ে তোলা। সোহেল বলেন, ‘এটা কন্ডিশনের উপরে নির্ভর করে আসলে। শ্রীলঙ্কার উইকেট স্পিন হয়, সেখানে স্পিনাররা বল করবে এরকম একটা চিন্তা ছিল। নিউজিল্যান্ডে পেস বোলার বেশ লাগে, এক্ষেত্রে পেস বোলার বেশি লাগে। এগুলো আমাদের পরিকল্পনার ওপর নির্ভর করে।’

কোচ মনে করেন, যুবাদের দলে সুযোগ পেয়েও যারা বাদ পড়েছেন তাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে দ্বিতীয় দলটি। তিনি বলেন, ‘এর আগে বাংলাদেশ জাতীয় দলে যারা খেলেছে তারা বয়সভিত্তিক দল থেকেই এসেছে। একটা ছেলে এশিয়া কাপের স্কোয়াডে ছিল, এখন নেই। এটা তাদের জন্য আরও একটি বড় সুযোগ। কারণ এখন আরও বেশি খেলা আছে। আগে তো এটা ছিল না। এখানে প্রমাণ করতে পারলে জাতীয় দলে ঢুকতে পারবে।’

নতুন অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এর দ্বিতীয় দলটি সামনে যাবে শ্রীলঙ্কা সফরে। এই দলটিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হিসেবেই পরিচিতি পাবে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

১৫ বছর না হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেবে না আইসিসি

সিলেটে ক্যাম্প করবে অনূর্ধ্ব-১৯ দল

অনূর্ধ্ব-১৯ দলে ক’রোনা উপসর্গ, বন্ধ অনুশীলন

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের নতুন স্কোয়াড ঘোষণা

তৃতীয় পরীক্ষায়ও ‘নেগেটিভ’ যুবা ক্রিকেটার, যোগ দিচ্ছেন ক্যাম্পে