Scores

‘গর্বিত’ সাইফউদ্দিনের স্বস্তি সাকিবের ফেরা

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলেছিল ওয়ানডে বিশ্বকাপে, ২০১৯ সালে। দেড় বছরেরও বেশি সময় আগের সেই ম্যাচের একটি ছবি প্রায়শই দেখা যায়- বল করতে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আর পাশে হেঁটে হেঁটে তাকে পরামর্শ দিচ্ছেন সাকিব আল হাসান। এক বছরেরও বেশি সময় পর সাকিব-সাইফউদ্দিন আবারো একসাথে খেলতে নামবেন ক্যারিবীয়দের বিপক্ষেই।

'গর্বিত' সাইফউদ্দিনের স্বস্তি সাকিবের ফেরাসাকিবের মত সাইফউদ্দিনও অলরাউন্ডার। তবে অলরাউন্ডার বলে নয়, জুনিয়র সতীর্থ হিসেবেই সাকিবের প্রতি অগাধ আস্থা আর ভক্তি সাইফউদ্দিনের। সেই সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজে বাঁধভাঙা উচ্ছ্বাস তার। জানালেন, সাকিব দলে ফিরেছেন বলে অন্যরকম পূর্ণতা এসেছে তাদের অনুভূতিতে।

Also Read - বাংলাদেশের করোনা প্রটোকলে খুশি ক্যারিবীয়রা

সাইফউদ্দিন বলেন, ‘সবচেয়ে বড় কথা হল- আমাদের মাঝে সাকিব ভাই প্রায় এক বছর পর ফিরে আসছে। যার কারণে ভালো লাগাটা অন্যরকম। ঘরের মাঠে খেলা, হোম সিরিজ, এজন্য আরও বেশি উদ্দীপনা পাচ্ছি।’

সাকিবের ফেরায় আরেক প্রত্যাবর্তন দেখবে বাংলাদেশ, তা আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। করোনার কারণে টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে দীর্ঘ ১০ মাস ধরে। করোনার পর গত বছরের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর বল গড়ায় মাঠে। এতদিন ঘরোয়া ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ছোঁয়া লাগছে অনেক দিন পর। সাইফউদ্দিন গর্বিত- কারণ দেশের হয়ে খেলাই তার জন্য সবচেয়ে স্বস্তিদায়ক বিষয়।

সাইফউদ্দিন বলেন, ‘অনেক খুশির ব্যাপার। আসলে প্রকাশ করার মত না। এতদিন ঘরবন্দী ছিলাম, এরপর ঘরোয়া ক্রিকেট খেললাম। জাতীয় দলের জন্য নিজেকে পরিণত করা, জাতীয় দলের হয়ে খেলা- এটা অন্যরকম গর্বের বিষয়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচারে ‘২৬’ ক্যামেরা

ওয়ানডে সিরিজ পরিচালনার দায়িত্বে বাংলাদেশের ‘৪’ আম্পায়ার

ডিআরএস নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করল বিসিবি

‘অচেনা’ দলকে চেনাতে এবারো ত্রাতার ভূমিকায় শ্রীনি

এখনো সাকিবের সঙ্গী খুঁজছেন ডমিঙ্গো