Scores

গাঙ্গুলির জন্যই বিশ্বকাপ জিতেছেন ধোনি; দাবি গম্ভীরের

দীর্ঘ ২৮ বছর পর ভারত বিশ্বকাপ জিতেছে মহেন্দ্র সিং ধোনির অধীনে। শুধু তাই নয় আইসিসির সব ধরনের ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ধোনি। অবশ্য এখানে ধোনির একা সাফল্যের কথা মানতে নারাজ তার সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। তার দাবি সৌরভ গাঙ্গুলির কারণেই আইসিসির সব ট্রফি জিততে পেরেছেন ধোনি।

ভারতের ক্রিকেট ইতিহাসের যদি সেরা অধিনায়কদের তালিকা করা হয় সেখানে সাফল্যের দিক দিয়ে সবার উপরে থাকবেন ধোনি। কেননা তার অধীনেই আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ভারত। যার কারণে বাকি অধিনায়কদের চেয়ে এখানে অনেক এগিয়ে রয়েছেন ধোনি। তবে সব ধরণের ট্রফি জিতলেও সুযোগ পেলেই তাকে ঘিরে সমলোচনায় মেতে উঠেন তারই সতীর্থ গম্ভীর।

Also Read - ফিল্ডারহীন মাঠের ২২ গজে 'বিরতিহীন' দৌড়


এবারও তার বিকল্প নয়। একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সব ধরণের ট্রফি জিতলেও ধোনির এই সফলতার পেছনে সৌরভ গাঙ্গুলির কঠোর পরিশ্রমের কথা তুলে আনেন গম্ভীর। তার মতে সৌরভের পরিশ্রমের কারণেই ট্রফি জিততে পেরেছেন ধোনি।

“আমার মতে অধিনায়ক হিসেবে ধোনি অনেক ভাগ্যবান ছিল। তার সময়ে সব ফরম্যাটেই ভালো ক্রিকেটাররা ছিলেন। ২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া সহজ ছিল ধোনির জন্য। কারণ তখনকার সময়ে দলে শচিন টেন্ডুলকার, শেবাগ, যুবরাজ, ইউসুফ, আমার মতো ক্রিকেটাররা দলে ছিলেন। যার কারণে এই দল নিয়ে বিশ্বকাপ জেতা সহজ ছিল যেখানে গাঙ্গুলিকে এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং ফলস্বরূপ ধোনি সবকটি ট্রফিই জিতেছে।”

সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও সফল ধোনি। অবশ্য এখানেও গাঙ্গুলি ও পেসার জহির খানকে কৃতিত্ব দিচ্ছেন গৌতম গম্ভীর।

“জহির খানের কারণেই টেস্টেও অধিনায়ক হিসেবে সফল ছিলেন ধোনি। জহিরকে দলে পাওয়া ধোনির জন্য আশীর্বাদই ছিল। এটার কৃতিত্বও গাঙ্গুলিকে দিতে হয়।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলের কারণে স্থগিত হল দক্ষিণ আফ্রিকার দুইটি সফর

নাটকীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

বানভাসীদের পাশে দাঁড়াতে ব্যাট-বল নিলামে তুলছেন কোহলিরা

নিষেধাজ্ঞার ভয় দেখিয়েও টলানো যায়নি ধোনিকে

আকমল ইস্যুতে পিসিবির উপর চটেছেন কানেরিয়া