Scores

গায়ে হাত তোলার বিতর্ক নিয়ে মুখ খুললেন স্টোকসের স্ত্রী

তারকাদের কত জ্বালা! যে ক্ষেত্র তাদের তারকা বানিয়েছে সেই ক্ষেত্র তো বটেই, মাঝেমাঝে আলোচনায় চলে আসেন ব্যক্তিগত জীবন নিয়েও। যেমনটি হয়েছিল বেন স্টোকসের ক্ষেত্রে!

স্টোকসকে চড় মারেননি- বলছেন স্ত্রী

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন স্টোকস। সেখানে পুরস্কারও হাতে উঠেছে। তবে ৩ অক্টোবরের সেই অনুষ্ঠানে স্টোকস ও স্টোকস-পত্নীর ‘মেজাজ হারানো’ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় মঙ্গলবার (৮ অক্টোবর)।

Also Read - শুরুতেই শরীফুলের সাফল্য, আঁটসাঁট বোলিংয়ে চাপে নিউজিল্যান্ড


এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ছবিতে দেখা যায়, স্টোকস তার স্ত্রীর স্ত্রীর গলা চেপে ধরেছেন। পাপারাজ্জিদের দাবি ছিল, ঐ অনুষ্ঠানের দিনই নাকি স্টোকস তার প্রিয়তমাকে ‘প্রহার’ করেছেন, হয়েছে ঝগড়াও!

তবে এতে বেজায় চটেছেন ক্ল্যার। সমালোচকদের একহাত নিয়ে তিনি জানিয়েছেন, ‘ভাইরাল’ হওয়া ছবিটি যে দুজনের রসিকতা ছিল, তা জানিয়ে দুজনের আরও একটি ছবি প্রকাশ করেছেন যেখানে তিনিও রসিকতা করে স্টোকসের গালে হাত ছুঁইয়েছেন; যা দেখে মনে হতে পারে চড় বসাচ্ছেন স্বামীকে।


চড় বসানোর রসিক ছবিটি ছড়িয়ে পড়ার পর বেন স্টোকস একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছিলেন, এই ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি দায়িত্বজ্ঞানহীন কাজ। এবার মুখ খুলেছেন স্ত্রী ক্ল্যারও।

ক্ল্যার বলেন, ‘মানুষ কতটা কাণ্ডজ্ঞানহীন। অবিশ্বাস্য! আমি বেনের গালে স্পর্শ করেছিলাম, এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা নিয়ে পাপারাজ্জিরা কি সুন্দর গল্প বানাচ্ছে!’

 


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কৃত্রিম দর্শকের অনুভূতি

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

চূড়ান্ত হল আরও একটি আন্তর্জাতিক সিরিজ

আর্চারকে ভয়ের কিছু নেই : শোয়েব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা