গুগলের উপর বিরক্ত ক্রিকেট আয়ারল্যান্ড!
স্বাগতিক আয়ারল্যান্ড ও সফরকারী আফগানিস্তান ক্রিকেট দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ শুরুর সময় ভুল প্রদর্শনের জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগলের’ উপর বেশ বিরক্ত ক্রিকেট আয়ারল্যান্ড। সম্প্রতি নিজেদের গুগলের ভুলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেছে ক্রিকেট আয়ারল্যান্ড!

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় ভুল প্রদর্শনের পর শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দু’দলের মধ্যকার চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর সময়ও গুগলে ভুল দেখানো হচ্ছে।
ম্যাচটি স্থানীয় সময়ানুযায়ী রাত ১০.৪৫ মিনিট থেকে শুরু হওয়ার কথা থাকলেও গুগল তার পরিবর্তে ম্যাচ শুরুর সময় প্রদর্শন করছে এক ঘন্টা বাড়িয়ে রাত ১১.৪৫ মিনিট থেকে। এর ফলে ম্যাচ শুরুর সময় নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে পাড়ি দিতে হচ্ছে ভক্তদের। যা সহজে মেনে নিতে পারছে না স্বাগতিক দেশটির ক্রিকেট বোর্ড।
ক্রিকেট প্রেমীদের এ নিয়ে পরিস্কার করতে গুগলের ভুল উল্লেখ করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট আয়ারল্যান্ড জানায়,
Also Read - ফিক্সিংয়ে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার“ভক্তরা: আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সময়সূচি নিয়ে গুগল ভুল সময় প্রদর্শন করছে। আপনারা যদি ক্রিকেট আয়ারল্যান্ড লিখে গুগল করেন তাহলে ফলাফল বক্সে যে তথ্য প্রদর্শিত হবে তা আমাদের দেওয়া নয়। অবগত থাকুন, টি-টোয়েন্টি সিরিজ বিকাল ৪টায় ও ওয়ানডে সিরিজ শুরু হওয়ার সময় রাত ১০.৪৫ মিনিট।”
শুধু এতেই ক্ষান্ত পায়নি ক্রিকেট আয়ারল্যান্ড। গুগলের এমন ভুলের জন্য দ্বিতীয় ও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনেক দর্শক দেরিতে মাঠে এসেছে বলেও এসময় অভিযোগ করা হয় বোর্ডটির পক্ষ থেকে।
‘এ ভুল তথ্য একটি নির্দিষ্ট সংখ্যক দর্শকদের গতকাল (দ্বিতীয় টি-টোয়েন্টি) দেরিতে মাঠে আসার পেছনে দায়ী।’
FANS: Please note that Google is showing wrong information on Ireland v Afghanistan series. If you google “Cricket Ireland” (or a variation) this appears in the search results. This is not our information. Note that the T20I starts at 4pm and the ODI at 10.45am. #BackingGreen pic.twitter.com/wGtQsvqO57
— Cricket Ireland (@Irelandcricket) August 23, 2018
প্রসঙ্গত, টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের দুর্দান্ত সিরিজ জয়ের পর দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো চলতি মাসের ২৭, ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ ফিক্সিংয়ে জড়িত ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার