Scores

গুগোল সার্চে এবার টেন্ডুলকারের মেয়ে ‘শুবমানের স্ত্রী’!

কয়দিন আগে ‘রশিদ খানের স্ত্রী’ অনুসন্ধান করলে গুগোল প্রদর্শন করত আনুশকা শর্মার নাম। এবার আবারো ‘গোলমেলে গুগোল’ ক্রিকেট দুনিয়ায়। ভারতের তরুণ ক্রিকেটার শুবমান গিলের স্ত্রীর নাম অনুসন্ধান করলে গুগোল দেখাচ্ছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের নাম। 

গুগোল সার্চে এবার টেন্ডুলকারের মেয়ে 'শুবম্যানের স্ত্রী'!2

শুবমানকে জড়িয়ে সারার ব্যাপারে ফিসফাস অবশ্য নতুন কিছু নয়। গত কয়েকদিন ধরেই আলোচনায় শুবমান ও সারা। ক্রিকেট মিডিয়ায় গুঞ্জন, ভিতরে ভিতরে চুটিয়ে প্রেম চলছে দুজনের। শুবমান ও সারার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে তাই তীর্থের কাকের মত দৃষ্টি থাকে সবার।

Also Read - কেকেআরের নেতৃত্ব ছাড়লেন কার্তিক, নতুন অধিনায়কের নাম ঘোষণা

তাই দুইজনকে জড়িয়ে মাতামাতি ও খবরও হয় প্রচুর। এ কারণেই গুগোল ধরে নিয়েছে, সারা বোধহয় শুবমানের স্ত্রী। গুগোলে ‘শুবমান গিলস ওয়াইফ’ লিখে অনুসন্ধান করলে ফলাফল পাওয়া যাচ্ছে সারা টেন্ডুলকারের নাম।

বাবা কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলে সারা টেন্ডুলকার সবসময়ই থেকেছেন আলোচনায়। ধীরে ধীরে পরিণত হয়ে ওঠা সারা বেশ সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে। শুবমানকে নিয়ে সারার উন্মাদনাও প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। এ নিয়ে ভক্ত-সমর্থকদের আলোচনাও থেমে নেই।

আর এজন্য গুগোল অ্যালগরিদমের ত্রুটির কারণেই এই বিভ্রান্তি। আর্টিফিশিয়াল মেশিন লার্নিং মেকানিজমের সুবাদে গুগোল অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে অসংখ্য নির্ভুল তথ্য উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে। তবে মাঝেমাঝে ত্রুটিও থেকে যায়। এমনই ত্রুটি থেকে গেছে শুবমান গিল ও সারা টেন্ডুলকারের ক্ষেত্রে। কয়দিন আগে একই বিষয় ঘটেছিল ‘রশিদ খানের স্ত্রী’ বিষয়টির ক্ষেত্রেও, বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা হয়ে গিয়েছিলেন রশিদ শর্মার স্ত্রী!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

গুগোল সার্চ : আনুশকা শর্মা যে কারণে ‘রশিদ খানের স্ত্রী’

জাহানারাদের গুগোলে খোঁজার হিড়িক!