গুজরাটের সহকারী এবং ব্যাটিং কোচের দায়িত্বে পার্থিব
আসন্ন মৌসুমে গুজরাটের ডাগআউটে থাকবেন পার্থিব।

গুজরাটের সহকারী এবং ব্যাটিং কোচের দায়িত্বে পার্থিব
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-13T17:46:40+06:00
আপডেট হয়েছে - 2024-11-13T17:46:40+06:00
আইপিএলের দল গুজরাট টাইটান্সের সহকারী এবং ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। [গুগল নিউজেবিডিক্রিকটাইম ফলো করুন]
পার্থিব প্যাটেল। ছবি : গেটি ইমেজসভারতের ক্রিকেটে বেশ পরিচিত মুখ পার্থিব প্যাটেল।
লম্বা সময় ভারত জাতীয় দলের সদস্য ছিলেন। আইপিএলে খেলেছেন একাধিক দলের হয়ে। চেন্নাই
সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের
হয়ে আইপিএলের ২০১৮ সালের আসরে খেলেছেন পার্থিব। চেন্নাইয়ের হয়ে একটি এবং
মুম্বাইয়ের জার্সিতে দুইটি আইপিএলের শিরোপা জিতেছেন পার্থিব। উইকেটরক্ষক হিসেবে
দক্ষতা এবং ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেওয়ার ব্যাপারে খ্যাতি ছিল পার্থিবের।
খেলোয়াড়ি জীবন শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট হিসেবে কাজ করেছেন ইমরুল। এছাড়া মুম্বাই এমিরেটসের ব্যাটিং কোচের দায়িত্বেও কাজ করেছেন। এবার দেখা যাবে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে। প্রধান কোচ আশিস নেহরার সাথে কাজ করবেন পার্থিব প্যাটেল।
আনুষ্ঠানিক বিবৃতিতে গুজরাট টাইটান্স জানিয়েছে, ‘ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ১৭ বছরের ক্যারিয়ারে পার্থিব দলে ভালো রকমের অভিজ্ঞতা এবং জ্ঞান বয়ে আনবে। আসন্ন মৌসুমের জন্য পার্থিবের ব্যাটিংয়ের কৌশল এবং টেকনিকের ফলে ক্রিকেটারদের দক্ষতা বাড়বে। পার্থিবের চৌকস ক্রিকেটীয় বুদ্ধি এবং তরুণ প্রতিভাবানদের মেন্টরিং করার দক্ষতা কোচিং স্টাফকে সমৃদ্ধ করবে এবং প্লেয়ারদের পারফরম্যান্স এবং উন্নতিতেও অবদান রাখবে।’
আইপিএলের আসন্ন মৌসুমের মেগা নিলামের আগে শুবমান গিল, সাই সুদর্শন, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া এবং শাহরুখ খানকে রিটেইন করেছে গুজরাট টাইটান্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।