গুরবাজের রেকর্ডগড়া শতকের পর রশিদের তাণ্ডব
আবুধাবিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ২৮৭ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে আফগানরা।
আফগানিস্তানের দলীয় ইনিংস পূর্ণতা পেয়েছে রশিদ খানের তাণ্ডবে। তার আগে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। অভিষেক ম্যাচেই শতক হাঁকান ১৯ বছর বয়সী এই তরুণ, প্রথম আফগান হিসেবে। ১৬তম ক্রিকেটার হিসেবে অভিষেকেই শতক হাঁকানো গুরবাজ সবচেয়ে কম বয়সে অভিষেক শতকের দিক থেকে দ্বিতীয় ওয়ানডে ক্রিকেটার। অভিষেকে সবচেয়ে বড় ইনিংস খেলার দিক থেকেই তিনি দ্বিতীয় এবং উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে প্রথম। গুরবাজ ইনিংসে হাঁকান ৯টি ছক্কা। অভিষেকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এটি।
Also Read - বোলারদের জয়ের রসদ এনে দিতে চায় ওয়েস্ট ইন্ডিজআফগানিস্তান পেয়েছিল উড়ন্ত সূচনা। গুরবাজকে সাথে নিয়ে জাভেদ আহমাদি উদ্বোধনী জুটিতেই এনে দেন ১২০ রান। ৫৫ বলে ৩৮ রান করে জাভেদ বিদায় নিলেও বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন গুরবাজ। ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করা গুরবাজ অবশ্য শতকের কাছে গিয়ে আর তাড়াহুড়া করেননি। ১১৫ বলে পূর্ণ করেন রেকর্ড গড়া শতক।
১২৭ বলে ১২৭ রান করে গুরবাজ বিদায় নেওয়ার সময় একের পর এক উইকেট হারাচ্ছে আফগানিস্তান। নাজিবউল্লাহ জাদরান কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষদিকে ঝড় তোলেন রশিদ খান। ২৭ বলে অর্ধশতক করেন, ইনিংস থামে ৫৫ রানে। ৩০ বলের মোকাবেলায় রশিদ হাঁকিয়েছেন ২টি চার ও ৫টি ছক্কা।
গুরবাজ-রশিদের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে আফগানরা। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৮৮ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : আফগানিস্তান
আফগানিস্তান : ২৮৭/৯ (৫০ ওভার)
গুরবাজ ১২৭, রশিদ ৫৫, জাভেদ ৩৮, জাদরান ২৯
অ্যান্ডি ম্যাকব্রাইন ২৯/৫, ডিলানি ১৭/১
জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৮৮ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।