
বর্ণবাদ ইস্যুতে প্রায়ই খবরের শিরোনাম হতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এবার বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ ও সাবেক ক্রিকেটার মার্ক বাউচারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে চাকরিও হারাতে হতে পারে তাকে।

বাউচারের বিরুদ্ধে যখন অভিযোগটি উঠল তখন তার দল দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও রয়েছে। এমন স্বস্তির সময়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পেছনে অবশ্য বাউচারের অতীত কর্মকাণ্ড দায়ী।
বাউচারের বিরুদ্ধে বর্ণবাদের যে অভিযোগ উঠেছে, তা তা খেলোয়াড়ি জীবনের। বাউচারের সাবেক সতীর্থরা বর্ণবাদের অভিযোগ করলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আনুষ্ঠানিকভাবে গুরুতর অসদাচরণের অভিযোগ এনেছে। আর এতে ফোঁড়ন হিসেবে কাজ করেছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিশনের গত মাসের এক প্রতিবেদন, যেখানে বাউচারকে অভিযুক্ত হিসেবে মান্যতা প্রকাশ করা হয়ে।

অভিযোগ প্রমাণিত হুলে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হতে পারে বাউচার। সমৃদ্ধ খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ১৪৭টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
বাউচার অবশ্য গত আগস্টে বর্ণবাদ ইস্যুতে একবার ক্ষমা চেয়েছিলেন। সাবেক ক্রিকেটার পল অ্যাডামস বর্ণবাদী আচরণের অভিযোগ করলে বাউচার এসজেএন কমিটিতে ১৪ পৃষ্ঠার হলফনামা জমা দেন। সেখানে তিনি অ্যাডামসকে ‘বাদামি বিষ্ঠা’ বলে ডাকার কথা স্বীকারও করেন। তবে এই নামটি তিনি দেননি বলে জানিয়েছিলেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।