Scores

গুরুতর নয় কুমিল্লার ওপেনার লুইসের চোট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটার এভিন লুইসের চোট গুরুতর নয়। খুব শীঘ্রই আবারও তিনি তৃতীয় আসরের শিরোপা জয়ী দলটির হয়ে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।

গুরুতর নয় কুমিল্লার ওপেনার লুইসের চোট
এভি লুইস। ফাইল ছবি

বিপিএল খেলার মাঝেই চোট পাওয়া লুইসের চোট গুরুতর বলেই অনুমান করা হচ্ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিমুক্তই আছেন ক্যারিবীয় এই ওপেনার।

গত রবিবার ষষ্ঠ বিপিএলের ১৪তম ম্যাচে খেলার সময় আকস্মিক চোট পান লুইস। এই চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়তে হয় তাকে। সেই সময় তিনি এত বেশিই ব্যথা পেয়েছিলেন যে মাঠে সটান হয়ে শুয়ে পড়তে হয়েছিল। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর সেদিন আর ব্যাট হাতে নামতে পারেননি।

ঐ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আইকন ক্রিকেটার তামিম ইকবাল এবং এর কিছুক্ষণ পর ওয়ান ডাউনে নামা এনামুল হক বিজয়কে হারালেও এভিন লুইস খেলে যাচ্ছিলেন দেখে-শুনে। তবে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় তিনি যখন দলের ভরসা হয়ে উঠবেন তখনই হঠাৎ আততায়ী হয়ে হাজির হয় চোট। চিটাগং ভাইকিংসের তরুণ বোলার খালেদ আহমেদের করা ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান তিনি। সাথে সাথে দায়িত্বরত মেডিকেল টিম তাকে শুশ্রূষার জন্য স্ট্রেচারে শুইয়ে মাঠের বাইরে নিয়ে যায়।

Also Read - ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ টিনো, আসছেন মরিসন


চোটের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারিয়ে অধিনায়ক স্টিভ স্মিথকে। স্মিথের বদলি হিসেবে এখনও কাউকে দলভুক্ত করেনি কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় চোট যদি লুইসের বিপিএলও শেষ করে দিতো, তাহলে বেশ ঝামেলায়ই পড়তে হতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে মঙ্গলবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে দলটির প্রতিপক্ষ স্বাগতিক সিলেট সিক্সার্স। এই ম্যাচেই লুইসের মাঠে নামার কথা রয়েছে। ৪ ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ক্যারিবীয় ব্যাটিং ঝড়ে লন্ডভন্ড ভারতীয় বোলাররা

রশিদ-নবীদের উড়িয়ে প্রথম টি-টোয়েন্টিও জিতল ক্যারিবীয়রা

গেইল ঝড়ের পরে কোহলির শতকে ভারতের জয়

চোট নিয়েও লুইসের এমন পারফরম্যান্স!

কুমিল্লার পরের ম্যাচ থেকে খেলবেন লুইস