Scores

গুরুর প্রয়াণে শোকাহত রিয়াদ

ক্রিকেট অঙ্গনকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের সাবেক খ্যাতিমান বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গুরুর প্রয়াণে শোকাহত রিয়াদ

ক্রিকেটার হিসেবে রিয়াদ বেড়ে উঠেছিলেন নিজ জেলা ময়মনসিংহে। সেখানে তিনি পেয়েছিলেন রামচাঁদের দীক্ষাও। কিংবদন্তিতুল্য এই সাবেক ক্রিকেটার ও নিজের শিক্ষকের মৃত্যুতে ব্যথিত রিয়াদ।

Also Read - ভাইরাস থেকে যেভাবে সেরে উঠছেন আফ্রিদি


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় রিয়াদ বলেন, ‘আজ সকালে বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা পরপারে পাড়ি জমিয়েছেন। তার প্রয়াণে আমরা শোকাহত। উনার আত্মা শান্তিতে থাকুক।’

শুক্রবার (১৯ জুন) ভোরে ময়মনসিংহ জেলার ব্রাহ্মপল্লি এলাকায় নিজ বাসভবনে রামচাঁদ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ৭৯ বছর বয়সে। শেষবার স্ট্রোক করার পর থেকেই বেশ অসুস্থ ছিলেন তিনি। ক্রিকেটের পেছনে পড়ে ছিলেন আজীবন, বিয়েও করেননি। ৫৩ বছর বয়স পর্যন্ত রামচাঁদ ঢাকা লিগ খেলেছেন; দেশের তারকাদের বিপক্ষে তো বটেই, অর্জুনা রানাতুঙ্গার মত অনেক কিংবদন্তি বিদেশি তারকার বিপক্ষেও। ফলে একসাথে দেশের ক্রিকেটের কয়েক প্রজন্ম পেয়েছে তার স্পর্শ। খেলা ছেড়ে কোচিংও করিয়েছেন অনেকদিন।


রামচাঁদ মূলত আলো ছড়িয়েছিলেন আবাহনীর হয়ে খেলে। মোহামেডান, ভিক্টোরিয়া, টাউন ক্লাব, শান্তিনগরের হয়ে ঢাকা লিগে খেলেছেন, তবে খ্যাতি পেয়েছেন আবাহনীর ডেরায় থেকে। অনেকে তাই তাকে ‘আবাহনীর গোয়ালা’ বলেও চিনতেন। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের সাথে সখ্যতা ছিল তার। শেখ কামাল চাইতেন না লিগে রামচাঁদ আবাহনী ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলুন। এই মায়ায় দীর্ঘ ১৫ বছর আবাহনীর হয়েই খেলে গেছেন রামচাঁদ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৪৫ ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

রফিককে ভারতে থেকে যেতে বলেছিলেন সৌরভ

‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না’, সুজনের দাবি প্রসঙ্গে রফিক

সাকিবই বিশ্বের এক নম্বর স্পিনার : রফিক

সিরিজ সেরার পুরস্কার সবাইকে ভাগ করে দিতেন রফিক