SCORE

গুলিতে প্রাণ হারালেন ধনঞ্জয়া ডি সিলভার বাবা

দল উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে। তিনি নিজেও ছিলেন দলে। নিচ্ছিলেন সফরের শেষমুহূর্তের প্রস্তুতি। তবে হুট করেই এমন সংবাদ শুনতে হবে, সেটি সম্ভবত ঘুণাক্ষরেও ভাবেননি শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাক্বালে ধনঞ্জয়ার বাবা প্রাণ হারান অজানা ব্যক্তির গুলিতে।

গুলিতে প্রাণ হারালেন ধনঞ্জয়া ডি সিলভার বাবা

এমন আকস্মিক ঘটনায় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে আর যাওয়া হয়নি ধনঞ্জয়ার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে মাউন্ট লাভিনিয়া অঞ্চলে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা। সাথে সাথে তাকে কালুবলয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।

Also Read - বাংলাদেশি প্রতিষ্ঠান পেল আফগান ক্রিকেটের সম্প্রচার স্বত্ব

হত্যাকারী কে ছিল বা কেনই এই হামলা, এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি এখনও। এমনকি এখনও কাউকে গ্রেপ্তারও করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রঞ্জন ডি সিলভা নিজ গ্রামের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। লাভিনিয়া সিটির নির্বাচিত কাউন্সিলর হিসেবে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় পাড়ি জমালেন ওপারে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই খুন হয়েছেন তিনি।

ধনঞ্জয়ার বাবার মৃত্যুর খবর শুনে শ্রীলঙ্কা দলের অনেক ক্রিকেটারই কালুবলয়া হাসপাতালে ছুটে যান। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ধনঞ্জয়া। তবে সফরের জন্য নতুন করে কারও নাম ঘোষণা করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এক বিবৃতিতে ধনঞ্জয়া বলেন, আমার বাবার মৃত্যুর খবর আমার পরিবারকে জানাতে আমি খুবই আতঙ্কিত। গতকাল রাতে এমনটা হয়েছে আমার জীবনে। ওয়েস্ট ইন্ডিজের মতো গুরুত্বপূর্ণ টেস্টে থাকতে পারছি না। আমার মা ও আমার পরিবারকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

এদিকে ধনঞ্জয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন লঙ্কান বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। এমন ঘটনায় ধনঞ্জয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের হাতে নিষিদ্ধ ‘স্মার্ট ঘড়ি’

Related Articles

উইন্ডিজ সিরিজে থাকবেন মুস্তাফিজ?

লর্ডসে ভালো করতে চান তামিম

তিন বছর পর ডাক পেলেন ডেভন স্মিথ

উইন্ডিজ সফরের আগেই নতুন কোচ

বাংলাদেশের বিপক্ষে মুশতাক আহমেদ