
ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলের ফর্মটা আগের মত নেই। এবারের আইপিএলেও তিনি নেই। সেই সুযোগে তাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটের এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই তারকা গড়েছেন বিশ্বের সবচেয়ে বেশি অর্ধশতক হাঁকানোর রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারই এখন সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক। এতদিন সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক ছিলেন ক্যারিবীয় সুপারস্টার ক্রিস গেইল। টি-টোয়েন্টিতে তার অর্ধশতক আছে ৮৮টি। গত ২০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে গেইলের কীর্তি স্পর্শ করেন ওয়ার্নার।
বৃহস্পতিবার (৫ মে) ছাড়িয়েই গেলেন গেইলকে। সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯২ রানে অপরাজিত থাকার সুবাদে ওয়ার্নারের অর্ধশতক এখন ৮৯টি। এই তালিকার তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি, যার অর্ধশতক ৭৭টি। এছাড়া ৭০টি অর্ধশতক নিয়ে অ্যারন ফিঞ্চ চতুর্থ স্থানে ও ৬৯টি অর্ধশতক নিয়ে রোহিত শর্মা পঞ্চম স্থানে রয়েছেন।
𝐌𝐎𝐒𝐓 𝟓𝟎𝐬 𝐈𝐍 𝐓𝟐𝟎 𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 🤯
A 𝐁𝐮𝐥𝐥 𝐑𝐮𝐧 that began in 2007 is still reaching new heights today 🔥🤩#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvSRH | @davidwarner31#TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/v207Tl6oNi
— Delhi Capitals (@DelhiCapitals) May 5, 2022
ওয়ার্নার এদিন আরও একটি রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে হাঁকিয়েছেন ক্যারিয়ারের ৪০০তম ছক্কা!
একনজরে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতক হাঁকানো ৫ ক্রিকেটার
১. ডেভিড ওয়ার্নার – ৮৯টি অর্ধশতক
২. ক্রিস গেইল – ৮৮টি অর্ধশতক
৩. বিরাট কোহলি – ৭৭টি অর্ধশতক
৪. অ্যারন ফিঞ্চ – ৭০টি অর্ধশতক
৫. রোহিত শর্মা – ৬৯টি অর্ধশতক
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।