
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আগে ব্যাটিং করে ফরচুন বরিশাল সংগ্রহ করেছে ১৪১ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বরিশাল। বরিশালের ব্যাটিং অর্ডারের আমূল অদল-বদলের দিনে ক্রিস গেইলের সাথে ইনিংস উদ্বোধন করতে নামেন জ্যাক লিনটট। ৬ বলে ১১ রান করে মোহাম্মদ শরিফউল্লাহর বলে বোল্ড হন লিনটট। তিনে নেমে জিয়াউর রহমান ১৩ বলে ১০ রান করেন।
চারে নামেন নুরুল হাসান সোহান। ভালো খেলতে থাকা গেইল তারপরই বিদায় নেন। ৩৪ বলে ৪৫ রান করেন ইউনিভার্সাল বস। গেইলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইকরেট ১৩২.৩৫। সেকুগে প্রসন্নর বলে গেইল তালুবন্দী হন সৌম্য সরকারে। পাঁচে নামেন বরাবরই টপ অর্ডারে খেলা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করে সোহান বিদায় নিলে ক্রিজে আসেন তৌহিদ হৃদয়।
চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন শান্ত ও হৃদয়। ২১ বলে ২৩ রান করে হৃদয় বিদায় নিলে অবশেষে দেখা মেলে সাকিব আল হাসানের। ফরহাদ রেজার বলে ক্যাচ আউট হন হৃদয়। সাকিব নেমেই মারমুখী ভঙ্গিতে খেলার চেষ্টা করেন। দুই বাউন্ডারিতে ৬ বলে ৯ রান থিসারা পেরেরার বলে ক্যাচ আউট হন সাকিব। একই ওভারে শান্তকেও বোল্ড করেন পেরেরা। ১৫ বলে ১৯ রান করেন শান্ত।

সৈকত আলির বদলে সুযোগ পাওয়া ইরফান শুক্কুর ৪ বলে ২ রান করে রেজার দ্বিতীয় শিকারে পরিণত। নির্ধারিত ২০ ওভারে বরিশাল ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪১ রান।
খুলনার পক্ষে পেরেরা ৪ ওভারে ১৮ রান দিয়ে নে দুইটি উইকেট। রেজা ২ ওভারে ১৮ রান খরচ করেন পান দুইটি উইকেট এবং শেখ মেহেদীও ৪ ওভারে ১৮ রান খরচ করে নেন একটি উইকেট। কামরুল ইসলামও দুইটি উইকেট পান, খরচ করেন ৩০ রান।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল ১৪১/৯ (২০ ওভার)
গেইল ৪৫, হৃদয় ২৩, শান্ত ১৯, লিনটট ১১, জিয়া ১০, সাকিব ৯, সোহান ৮;
পেরেরা ২/১৮, রেজা ২/১৮, কামরুল ২/৩০, মেহেদী ১/১৮।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।