Scores

গেইলের টেস্টে ফেরা পছন্দ হচ্ছে না অ্যামব্রোসের

বিশ্বকাপের আগে অবসর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। তবে নিজের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন গেইল। শুধু রঙিন পোশাকের ক্রিকেটই নয় টেস্টে ফেরারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা জানানোতে অসন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির সাবেক ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস।

গত ফেব্রুয়ারিতে ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপের পরেই অবসরে যাবেন ক্রিস গেইল। বিশ্বকাপের জার্সি গায়েই ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে কয়েকদিন আগে সে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন তিনি। জানিয়েছেন ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। তবে টি-টোয়েন্টি নয়, খেলবেন টেস্ট ও ওয়ানডে!

Also Read - সেমি নিশ্চিত হলেও বিশ্রাম নেবেন না অজিরা


তার এমন সিদ্ধান্ত অবাক করেছে দেশটির সাবেক ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোসের। টেস্টে ফেরার প্রসঙ্গে তাকে ধুয়ে দিয়েছেন অ্যামব্রোস। পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে এই ইস্যুতে কথা বলেন তিনি।

“যদি সে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়, তাহলে সেটাতে কোন সমস্যা দেখছি না আমি। তবে সে যদি টেস্টে ফিরতে চায় তাহলে আমার পক্ষ থেকে ‘না’ এবং ‘না’।”

“গত পাঁচ বছর ধরে সে টেস্ট খেলছে না। কিন্তু তাকে আপনি এক টেস্ট খেলার জন্য দলে ফেরাবেন। এটাতে আমি কোন মতেই একমত পোষণ করতে পারছি না। এটার মাধ্যমে আপনি তরুণদের কী বার্তা দিতে চাচ্ছেন? ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনো ধ্বংসাত্মক ব্যাটসম্যান কিন্তু টেস্টে? অবশ্যই না।”

আগামী আগস্টে ৩ টি-টোয়েন্টি, ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

প্রোটিয়াদের সমস্যার সহজ সমাধান করে দিলেন পিটারসেন!

প্রধান নির্বাহীকে বরখাস্ত, বিভিন্ন দাবি তুললো প্রোটিয়ারা

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক

ধর্মঘটের হুমকি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের