Scores

গেইলের পর এলপিএল খেলবেন না মালিঙ্গাও

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম উঠিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট ও পাকিস্তানের সরফরাজ আহমেদের পর টুর্নামেন্টে অংশ নিবেন না শ্রীলঙ্কার এই অভিজ্ঞ পেসার।

এলপিএল খেলবেন না শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। ছবিঃ এএফপি

সময় যত গড়াচ্ছে ততই তারকা ক্রিকেটারদের হারাচ্ছেন লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিরা। ২৪ ঘণ্টার মধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।আশা করা হচ্ছিল আসন্ন এলপিএলে গলকে নেতৃত্ব দিবেন মালিঙ্গা। তবে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকায় এবং টুর্নামেন্টের আগে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা না থাকায় টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এই অভিজ্ঞ পেসার।

Also Read - মিরপুরে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখছে বিসিবি

“ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আমি। এমনকি আমার জন্য অনুশীলনের ব্যবস্থাও ছিল না। যখন প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়, ভেবেছিলাম হয়ত নিজেকে প্রস্তুত করার জন্য পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ পাব কিন্তু সেখানে সেটিও নেই। দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে থেকে হুট করে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা মোটেই সহজ কাজ হয় একজন বোলারের জন্য। যার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি।”

মালিঙ্গার আগে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল। মূলত ইনজুরির কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন গেইল। এছাড়াও নাম প্রত্যাহার করেছেন ইংল্যান্ড ক্রিকেটার প্লাঙ্কেট এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মতের অমিল হওয়ায় টুর্নামেন্টে অংশ নিবেন না বলে জানিয়ে দিয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার রবি বোপারা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

গেইল-মরগানের সুরে সুর মেলালেন সাঙ্গাকারা

অলিম্পিকে টি-টেন ফরম্যাটের ক্রিকেট চান গেইল

যুবরাজের কীর্তিতে ভাগ বসাতে চান গেইল

অবসরের চিন্তা নেই গেইলের; খেলতে চান আরও ২টি বিশ্বকাপ

তুফান ছুটিয়ে ক্রিস্টিয়ানের ১৫ বলে ফিফটি