Scores

গেইল-রাসেলদের নিয়ে আলাদা ছক কষছে বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হয়ে সেই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে বাঁধার কারণ হয়ে দাঁড়াতে পারেন আন্দ্রে রাসেল ও ক্রিস গেইল। তাই তাদের নিয়ে আলাদা পরিকল্পনা করছে বাংলাদেশ দল। এমনটাই জানালেন বাংলাদেশ পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

নিজেদের দিনে গেইল-রাসেল যে কতটা ভয়ংকর সেটি সবাই জানে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আরও বেশ ভালো জানে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রাসেল। গেইলের কথাও আলাদা করে বলার কিছু নেই। নিজের দিনে কোন বোলারকেই পাত্তা দেন না ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল।

Also Read - ভারত-পাকিস্তান ম্যাচ পণ্ড হলে কত টাকার ক্ষতি


এখন পর্যন্ত তেমনভাবে জ্বলে উঠতে পারেননি দুইজনের কেউই। নিজেদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে নিশ্চয়ই চাইবে দুই ব্যাটসম্যানই জ্বলে উঠুক। তবে তাঁদের থামানোর পরিকল্পনাও করছে বাংলাদেশ দল। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এমনটাই জানালেন।

“তাদের নিয়ে আমরা কিছু পরিকল্পনা করেছি। তারা দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের থামানোর চেষ্টা করতে হবে এবং ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দ্রুত আউট করতে হবে। তাদের ওপর মনোযোগ দিতে হবে। কারণ, তারা দুজনেই খুবই ভালো খেলোয়াড়।”

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানেও প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছিলো টাইগাররা। সেবার ক্যারিবিয়ানদের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছিলো তারা। এমনকি ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিকতা ধরে রাখার কথাই জানালেন ওয়ালশ।

“ত্রিদেশীয় সিরিজে আমরা প্রতিটি বিভাগেই দারুণ ধারাবাহিক ছিলাম। এখানে এসে আবহাওয়া আমাদের বিঘ্ন ঘটিয়েছে। পরের কয়েকটি ম্যাচে যদি আমরা ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারি ভালো কিছুই হবে।”

আগামী ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক